আমার করার কি আছে
যা আমি সাথে নিয়ে যাবো
কাল কবরের মাটির দেশে
আমার চোখ আছে
তাই গর্বে ভাসে কত ছবি
আমি কতগুলোকে ধরে রাখতে পারবো
আমার করার কি আছে
দিগন্তের সাত আসমান নিমিষেই
হয়ে অচেনা অন্ধকার
আমার করার মতো কিছু খুজেঁ পাইনা
অন্যেরা যা খুব সহজেই পেযে যায়
দিকপাতে সীমা কেবলই সর্ঙ্কীণ
আলো প্রান্তরেখা দেখা ভার
আমার গর্ব করার কি আছে
একদজন মানুষ হিসেবে
আমি যেন এই চরম সত্যটিই বারবার ভুলে যাই
অনুভবের বেদনা ব্যথা
মিছে সবই বিফল আস্ফারন
আমার করার কি আছে
প্রমোদ ঘেরা এই ভুবনে
আলোকিত জীবন বিধান
তপ্ত লেলিহানে ঠিকানা করে নেয় ।
আমি আমার আমাকে খুব সহজেই ভুলে যাই
আমার করার কি আছে
বিত্তমোহ অন্তহীন বাসনা
তন্দ্রহারা নিশাচরের নেশা
আমাকে করে পাগল পারা
মুক্তির দিশাহারা পথিকের প্রবোঞ্চনা ।