শিরক জিনিসটা কি? শিরক হল তাওহীদের বিপরীত শব্দ। তাওহীদ বলতে বুঝায় আল্লাহর একত্ববাদে মনেপ্রাণে বিশ্বাস করা। 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এ বিশ্বাস করা। আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা ও ইবাদতের যোগ্য হিসাবে বিশ্বাস করা ও মানা এবং কেবল শুধু তারই ইবাদত করা। তার সন্তুষ্টির অর্জনের চেষ্টা করা। আর শিরক মানে হল আল্লাহসহ অথবা আল্লাহ ব্যতিত একাধিক ব্যক্তি বা বস্তুকে বা সত্তাকে সৃষ্টিকর্তা মেনে তার ইবাদত করা বা পূজা করা। সনাতন ধর্মালম্বীরা মূর্তিপুজা করে সেটা শিরক কেননা তারা একাধিক দেবতাকে মানে, তাদের সন্তুষ্টির জন্য পূজা করে। এজন্যই তাদের মূর্তিপূজা শিরক।
এবার আসি আমাদের শহীদ মিনারে ফুল দেয়ার বিষয়টিতে। এর কারণ শুধুই ভাষা শহীদদের স্মরন ও তাদের প্রতি সম্মান প্রদর্শন। এই সম্মান প্রদর্শন কখনোই চরম পর্যায়ে নিয়ে যাওয়া না যে তাদের পূজা করা বা তাদের ইবাদত করা কিংবা তাদের সৃষ্টিকর্তার আসনে বসানো (নাউজুবিল্লাহ)। তাহলে আমরা যদি তাদের কেবলই সম্মান প্রদর্শনের জন্য শহীদ মিনারে ফুল দেই, তাহলে তো সেটা শিরক হবে না। যদি ভাষা শহীদদের ইবাদত করতাম বা এই কাজের মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে চাইতাম, সেটা শিরক হত। কিন্তু আমরা সকলেই জানি যে তারা মৃত, তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। সেক্ষেত্রে শুধু তাদের সম্মান প্রদর্শনের ব্যাপারটি কোনভাবেই শিরক হতে পারে না।
পাশাপাশি আরেকটা কথাও বলে রাখা প্রয়োজন। সনাতন ধর্মালম্বীরা মনে করেন যে তারা যে মূর্তি গড়েন, সেই মূর্তির মধ্যেই তাদের দেবতার বাস। কিন্তু যারা শহীদ মিনারে ফুল দিচ্ছে, তারা কি এটা ভাবে যে শহীদ মিনারের ঐ স্তম্ভগুলোর মধ্যেই ভাষা শহীদেরা বা তাদের আত্মার বাস? না, তারা মনে করে না।
সুতরাং, কারো যদি শহীদ মিনারে ফুল দেয়া কেবলই ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের একটা স্মারক হয়ে থাকে, তবে তা কোনমতেই শিরক হবে না।
(বিশেষ দ্রষ্টব্যঃ আমি নাস্তিক নই। নাস্তিকতাকে সমর্থনও করি না। আমি সম্পূর্ণরূপে আল্লাহভীরু মুসলমান। আল্লাহর নির্দেশবলি সম্পর্কে অবগত হয়েই এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভালভাবে জ্ঞাত ব্যক্তিদের সাথে কথা বলেই পোস্টটি লেখা। আমি দাবি করছি না এটা ১০০% সঠিক। কেউ যদি কুরআন আর হাদিসের বানির মাধ্যমে মনে করেন যে এই বক্তব্য ত্রুটিযুক্ত, আমি অবশ্যই তা মেনে নেব এবং ধরে নেব আমার এতদিনের ধারণা ভ্রান্ত। কারো যুক্তিযুক্ত মতামত গ্রহণে আমার আপত্তি নেই। বরং আপনারা যদি যুক্তি সহকারে প্রমাণ করে দিতে পারেন যে শহীদদের কেবল সম্মান প্রদর্শনে ফুল দেয়া শিরক, তাহলে আমি অবশ্যই তা মেনে নেব। কিন্তু দয়া করে গালিগালাজ করবেন না। ধন্যবাদ। )