ব্যাখ্যা করঃ ''বাংলাদেশ একটি অর্ডিনারি ক্রিকেট টিম।'
উৎসঃ আলোচ্য বাণী চিরন্তনীটি নির্গত হয়েছে ভারতীয় ক্রিকেট দলে জায়গা না পাওয়া এক স্বনামধন্য ক্রিকেটারের মুখ থেকে, যিনি তার কুৎসিত টাকের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। তিনি হলেন বীরেন্দর শেহবাগ। বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে চট্টগ্রাম টেস্টের পূর্বে তিনি এই উক্তিটি প্রসব করেন।
ব্যাখ্যাঃ প্রথমেই জেনে রাখা ভাল, বীরেন্দর শেহবাগের ডাকনাম ভীরু। আসলেই তিনি ভীরু। আর তিনি বিশ্বের যে দলকে সবচেয়ে বেশি ভয় পান, তা হল বাংলাদেশ। কারণ, অর্ডিনারি শব্দের অর্থ 'সাধারণ'। ক্রিকেট খেলায় জিততে হলে এক দলকে অন্যের চাইতে অধিক রান করতে হবে, এটাই নিত্যনৈমিত্তিক সাধারণ ঘটনা। আর এই সাধারণ ঘটনাটি বাংলাদেশ দিনের পর দিন করে আসছে। উদাহরণস্বরূপ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের কথাই বলা যায়। দুইটি ওয়ানডের দুটিতেই জিতেছে বাংলাদেশ। এর আগেরবারও কিউইদের বাংলাওয়াশ করেছিল তারা। এছাড়া ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজসহ প্রায় সকল দেশের সাথেই সর্বশেষবার সাক্ষাতে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। সুতরাং, একটি সত্যিকারের ক্রিকেট দল হতে যেই সাধারণ কাজটি করে যাওয়া উচিৎ তথা ম্যাচ জেতা উচিৎ, সেই কাজটিই অবিশ্রান্তভাবে করে চলেছে বাংলাদেশ। আর যেহেতু তারা ধারাবাহিকভাবে একটি অতি সাধারণ কাজ করে যাচ্ছে, তাই তারা প্রকৃতপক্ষেই একটি সাধারণ দল বা অর্ডিনারি টিম।
পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে অর্ডিনারি টিম বললেও হয়ত অত্যুক্তি হবে না। কেননা বর্তমান ক্রিকেট বিশ্বে চলমান সকল সিরিজেই দেখা যাচ্ছে, প্রতিটা দলই কমবেশি জিতছে বা হারছে। কেবল বাংলাদেশই হল সেই দেশ যারা তাদের চলমান সিরিজে অপরাজিত রয়েছে।
সুতরাং বলা যায় যে, বীরেন্দর শেহবাগের মুখ-নিঃসৃত বাণী চিরন্তনী সম্পূর্ন যৌক্তিক ও যথার্থ। তদুপরি শেহবাগের প্রতি আমার আহ্বান, তিনি যেন অতি শীঘ্রই বাংলাদেশকে বিশ্বের 'মোস্ট অর্ডিনারি' দল হিসেবে অভিহিত করেন।
মন্তব্যঃ নিজের অজান্তেই শেহবাগ একটি অতি সত্য কথা বলে ফেলেছেন। তাই আসুন সকলে মিলে শেহবাগকে ধন্যবাদ জানাই আর আজকের এই হ্যালোইনের রাতে সকলে জোকার হিসেবে শেহবাগের বেশ ধরি।