বিশ্বের সব নামিদামি ফুটবল কোচেরা বসেছেন গোল টেবিল বৈঠকে...
মরিনহোঃ গতরাতের ম্যাচটা জিততে পারলেই একে চলে আসতে পারতাম আমরা। সমস্যা নাই, এখনো তো হাতে সময় আছে!
গার্সিয়াঃ কি হইছে? নাপোলি ৬ ম্যাচে ১৬ পয়েন্ট আর আমরা ৫ ম্যাচে ১৫ পয়েন্ট। পয়েন্টে কম আছি বলেই কি আমরা খারাপ টিম হয়ে গেছি?
গার্দিওলাঃ হে হে, আমরা তো বরুশিয়ার সমান পয়েন্টই পাইছি। জাস্ট গোল ব্যবধানের ধুনা তুইলা আমাদের ২ নাম্বারে নামায় দেয়া হইছে।
সাইমওয়ানঃ এইডা তুমি ঠিকই কইছ গার্দিওলা ভাই। আমরাও তো বার্সার ঘাড়েই নিঃশ্বাস ফেলতেছি। এল ক্লাসিকোতে বার্সা হোঁচট খাইলেই আমরা এককভাবে একে আসব। কিন্তু আমার টেনশন, রিয়াল কি পারবে ওদের হারাইতে?
আনচেলত্তিঃ বার্সারে শুধু হারাবই না, আমরা লীগ শেষে টপে থাকব, দেসিমাও আমরাই জিতব।
ময়েসঃ হুম। আমরাও প্রিমিয়ার লীগ জিতব। আর চ্যাম্পিয়নস লীগটাও আমরাই জিতুম।
এমন সময় অনন্ত জলিলের প্রবেশ। তিনি এসেই বললেন, 'বাকিরা এইখান দিয়ে যা। শুধু ময়েস আর আনচেলত্তি, তোরা দুইটা থাক। তোগো সাথে আমার ভাল জমবে।'