বাংলাদেশ যদি ভারতের একটা রাজ্য হত, তাহলে কত সুবিধাই না ভোগ করতাম আমরা!
১/ আমাদের মধ্যে যারা একটু ভারতপ্রেমি, তাদেরকে আর কেউ ভারতের দালাল বলে গালি দিত না।
২/ প্রতিবেশি দেশগুলো আমাদের আর গরিব দেশ বলে ডাকত না, বরং আমরাই পার্শ্ববর্তী দেশসমূহকে ভিখারির দেশ, বেজন্মার দেশ ইত্যাদি বলে গালি দিতে পারতাম।
৩/ ভারতের সময় আর আমাদের সময় এক হত, তাই স্টার জলসার সিরিয়ালের টাইমিং ঠিক রাখতে এদেশের মহিলাদের ভারতের সময়ের সাথে প্রতিবার আধাঘণ্টা করে যোগ দেয়ার ঝামেলা পোহাতে হত না।
৪/ আমাদের দেশের ময়ুরি টাইপের অভিনেত্রীরা ইমরান হাশমির সাথে অভিনয়ের সুযোগ পেত। ফলে তারা ক্রমেই 'ইন্টারন্যাশনাল *****' হয়ে উঠতে পারত।
৫/ ডিপজল, প্রভা বা এরকম বিতর্কিত সেলিব্রিটিরা বিগ বসে অংশ নিতে পারত।
৬/ আমাদের দেশের মেয়েরা এখনো রাস্তাঘাটে ভদ্রভাবে চলাফেরা করে। কিন্তু তখন নারী স্বাধীনতা বেড়ে যেত, তাই রাস্তাঘাটে অনেক সানি লিওনের দেখা মিলত।
৭/ আমাদের ক্রিকেট বোর্ডও একটা স্বেচ্ছাচারী, চোরা সংগঠনে পরিণত হত। ফলে আমাদের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের মত কোটিপতি হয়ে যেত।
৮/ আমাদের দেশের মানুষ তখন আর 'আইছস', 'খাইছস' টাইপের 'খ্যাত' ভাষায় কথাবার্তা বলত না। সকলেই নদিয়া-শান্তিপুর স্টাইলের প্রমিত বাংলায় কথা বলত।
৯/ নিজেদেরকে আলট্রা মডার্ণ প্রমাণ করতে ফেসবুকে এসে অনেকেরই এখন অনন্ত-শাকিবকে পচিয়ে বেশ অনেকটা সময় নষ্ট করতে হত। কিন্তু নিজেদের গায়ে ভারতীয় তকমাটা থাকলে কেবল অভদ্র আচরণের মাধ্যমেই নিজেদেরকে আলট্রা মডার্ণ বলে প্রমাণ করা যেত।
১০/ টিভিতে যখন রবির অ্যাডে বলে, 'আপা, আমিই দেশপ্রেমিক' তখন আমাদের কেউ কেউ ধন্দে পড়ে যায় যে এ কোন দেশের প্রেমিক? বাংলাদেশের না ভারতের। কিন্তু তখন এই বাংলাদেশ রাজ্যের ১০০% মানুষই ১০০% শুদ্ধ ভারতপ্রেমি হতে পারত।
কিন্তু সবচেয়ে বেশি সুবিধা যেটা হত, তা হল এই যে বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের অংশটুকুকেও ভারতের দাদারা তখন নিজেদের সম্পত্তি বলে গণ্য করত। আর সেজন্য তারা কিছুতেই সুন্দরবন ধংসের কোন ঘৃণ্য ফন্দি আঁটত না। তাই রক্ষা পেত আমাদের প্রাণপ্রিয় সুন্দরবন।