সবসময় মাথা ঠান্ডা রাখা সম্ভব না। হোক না আজ জুম্মার দিন। তবু আজকের এই পবিত্র দিনেও মাথা গরম করতে বাধ্য হচ্ছি। ফেসবুকে ঢুকেই দেখি তিরিশটার মত নোটিফিকেশন। সব তো দেখার সময় বা মেগাবাইট কোনটাই আমার কাছে নাই। তাই প্রথমেই একটা ছবিতে ঢু মারলাম যেখানে এক বড় আপুর দ্বারা ট্যাগায়িত হয়েছি এবং এ যাবত সেখানে চল্লিশজনের মত কমেন্ট করেছে। ছবিটা দেখার পর আমার হার্টফেল করার মত অবস্থা। ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি যে ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছেন, সেটা প্রথম দর্শনেই নিশ্চিত হলাম। তারপর ছবির ক্যাপশনে গিয়ে দেখি সেখানে লেখা, 'বাংলার একমাত্র পাগলু, লেডিকিলার রোমিও, রংবাজ এবং আমাদের খোকাবাবু, যিনি নায়িকাকে দেখলেই বলে ওঠেন আই লাভ ইউ, যাকে দেখলে মেয়েদের আর মন মানে না, শুরু হয় প্রেমের কাহিনী, যে বীর বিক্রমে ভিলেনের দিকে ছুঁড়ে মারেন চ্যালেঞ্জ, যাকে দেখলে সবার পরান যায় জ্বলিয়া, খন্ড-বিখন্ড হয়ে যায় দুই পৃথিবী ----- এই আমাদের সেই দেব'............ আপনারা জানেন শুক্রবার পত্রিকায় অনেক সাহিত্য ম্যাগাজিন বের হয় কিন্তু এই ছবির ক্যাপশনের লেখাগুলো বোধ হয় সব সাহিত্যকর্মকেই হার মানিয়েছে। এসব দেখেও আমার মাথা ঠান্ডাই ছিল। বেশ মজাই পাচ্ছিলাম। কিন্তু কমেন্টে গিয়ে আমি হতভম্ব। সব মেয়ে দেখি এই হিজড়াকে চুমু খাচ্ছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে, কেউ কেউ আবার গানের লাইন লিখছে, ''পাপ্পি দে না, পাপ্পি লে না''... কিছু পুরুষ নামধারী ছেলেকেও দেখলাম সেখানে দেবলীলায় মেতে উঠেছে। এবং সবচেয়ে যেটা হতাশার, তা হল এইসব দেবাসক্ত ছেলেপেলের সবারই জাতীয়তা দেখলাম বাংলাদেশি। এখন আমার কথা হল, আমরা ঐ হিজড়ার খাই না পরি যে ফেসবুকে এসে লিংগ জ্ঞান ভুলে, নারী পুরুষ নির্বিশেষে ওরে চুম্মা দেব আর ওর নামে কীর্তন করব?
হায়রে আমার দেশ, হায়রে আমার দেশবাসী! চলেন সবাই মিলে সুন্দরবনটাকে উজাড় করে দেই, তিস্তার সব পানি ওদেরকে দিয়ে দেই, সীমান্তে গিয়ে ফেলানি স্টাইলে ঝুলে পড়ি আর তারপর অপেক্ষা করতে থাকি দেবের আসন্ন ছবি রংবাজের জন্য।
পুনশ্চঃ দেবের ছবি যখন, তাহলে তো রংবাজ সুপার ডুপার হিট হবে, কি বলেন? তা ভাই, ছবিটা কি নেট থেকে নামাবেন নাকি সিডির দোকান থেকে ভাড়া আনবেন? হল প্রিন্টেই দেখবেন নাকি মাস্টারপ্রিন্টের জন্য অপেক্ষা করবেন?