আধুনিক বাংলা গানের আরেক কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়।সন্ধ্যার অনেক গানই তৎকালীন সিনেমায় ব্যবহৃত হয়েছে...
এবারে এই শিল্পীর জনপ্রিয়,আর আমার ভাললাগা কিছু গান...
ছোটবেলায় আম্মুকে এই গানটা খুব শুনতে দেখতাম...আমারও ভালোলাগে
মধু মালতি ডাকে আয়...ফুল ফাগুনের এ খেলায়...
খুব জনপ্রিয় একটা গান...
আমি তার ছলনায় ভূলবোনা...
এ শুধু গানের দিন,
এ লগন গান শোনাবার…
তুমি নাহয় রহিতে কাছে,
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে…
আর ডেকোনা সেই মধুনামে,যাবার লগণে…
এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে গাওয়া।আমার খুব পছন্দের গান এটা
এই পথ যদি না শেষ হয়,
তবে কেমন হত তুমি বলতো…
হয়ত কিছুই নাহি পাবো,
তবুও তোমায় দূর হতে ভালোবেসে যাব…
জানিনা ফুরাবে কবে এই পথ চাওয়া,
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া...