একদা এক ওয়াজ শুনেছিলাম। হুজুর খেঁকিয়ে বলছিলেন, "আমার শরীরের রক্ত, মূর্তি ভাঙ্গার রক্ত।" সেকি উৎকট উন্মাদনায় উন্মত্ত হুজুর! পুরো মাহফিলে সেই উন্মাদনার ঢেউ যেন আছড়ে পড়ছে। যতোটা হুজুর বলছেন, ভাব-ভঙ্গিমা আরো চড়া।
ইসলামকে বলা হয় শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। অথচ এই কাঠ মোল্লা হুজুর একে টেনে কোথায় নামিয়ে নিচ্ছেন! লজ্জা! লজ্জা!
পরমত বিদ্বেষী জনৈক ব্লগারের কিছু উচ্চ বাচ্য পড়ে আবার গাঁ গুলিয়ে এলো। এসব ওয়াজ নসিহতকারীদের লিখা পড়ে মনে হয় এ কোন অসভ্য মধ্যযুগের ঘোর অমানিশায় আমাদের বসবাস! প্রিয় সামুকেও যেন দিন দিন গ্রাস করছে এরাই। নিজের মতের বাইরে কথা বললেই দালাল বলার ধৃষ্ঠতা দেখায় এসব উগ্রবাদী কথিত ব্লগাররা। এরা শিক্ষা-রুচিবোধ-ভব্যতার ধার ধারে না, যুক্তি ও শালীনতা জানে না, পরমতের প্রতি চরমভাবে অসহিষ্ণু। ধর্ম যতোটা না বুঝে তারচে বেশি প্রদর্শন করে উগ্র ধর্মপ্রেম। কাঠমোল্লা হুজুরদের মতোই অসভ্য অশালীন আচরণ করতে দ্বিধা করে না এরা। এদের আচরণে অবাক হইনি। পরিবার-প্রতিবেশ থেকে যা শিখেছে, তারই তো বহিঃপ্রকাশ ঘটবে আচার-আচরণে। তবে দুঃখ লাগে যখন দেখি একজন ব্লগার আরেকজন ব্লগারকে অসম্মান করছেন, তাঁকে নিয়ে আক্রমণাত্মক অরুচিকর কথা বলছেন, তাতে আবার সামুর উচ্চ পর্যায়ের ব্যক্তি লাইক দিয়ে উৎসাহিত করেন! আহা! নিরপেক্ষতার মানদণ্ডে যাঁদের উচ্চাসনে ভাবতাম, শ্রদ্ধা করতাম, তাঁরাও এসে ডুগডুগি বাজায়! কি করুণ হাল সামুর আজকাল!
যুক্তি দিয়ে কথা বললে এরা বলে, উত্তর দেবার মত রুচি এই মুহুর্তে পাইতেছি না। আসলে এদের রুচির মানদণ্ড কোথায় সে বিচার বিদগ্ধ পাঠকের কাছেই। অসুস্থ বা নেশাগ্রস্ত না হয়ে থাকলে এরা সরল বাক্যের কথার জবাব সাবলীলভাবেই দিতে পারতো, যদি এদের বিবেক-বুদ্ধির প্রসার থাকতো। কেবল কথার জোরে এরা সকল যুক্তি, মানবিক মূল্যবোধ পরিহার করে একগুয়ে ভাব নিয়ে একতরফা বলে চলছে। ভুলভাল বানানে ধর্মের ব্যানার দিয়ে উগ্রতা দেখিয়ে এরা কেবলই নোংরামী করে যাচ্ছে। দেখার কেউ নেই, বলার কেউ নেই। যাঁদের বলার কথা, তাঁরাও পক্ষপাত দোষে দুষ্ট হয়ে পড়ছেন ক্রমশঃ। কেউবা আবার নিশ্চুপ।
এসব অরুচীকর নিম্নমানের কতিপয় ব্লগার সামুর সুন্দর পরিবেশকে কলুষিত করছে। বেশ কিছু আছেন, যারা নিজেদের মতের বাইরে কাউকে পেলেই তাঁকে অপদস্ত করার জন্য জোটবদ্ধ হয়ে যেন লেগে পড়েন। সামুর স্বচ্ছ জলের ধারায় একি পঙ্কিলতা! তাহলে কি রাজহংসগুলো নিজেদের গুটিয়ে নিবে? সামু ভরে উঠবে কেঁচো আর নর্দমার কীটে?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:৫৯