(নেলসন ম্যান্ডেলা ও ডেসমন্ড টুটুর প্রতি শ্রদ্ধা)
তোমাকে বাসিয়াছি,
আমি তোমাকেই বাসিয়াছি ভালো,
জগতের সকল গড়ল করিয়া পান
করিয়াছো জগত আলো।
আমি তোমাকেই বাসিয়াছি ভালো।
লোহিত শোণিত করিয়া ধারণ
তুমি লোহিত শোণিত করিয়া ধারণ
গাত্রাবরণে ধারিয়াছো কালো।
তোমাকে
আমি তোমাকেই বাসিয়াছি ভালো।
বঞ্চনার গঞ্জনা সহিয়া
তুমি সকল বঞ্চনার গঞ্জনা সহিয়া
অপরকে দানিয়াছো আলো।
আমি তোমাকে,
তোমাকেই বাসিয়াছি ভালো।
বঞ্চিত হইয়া নিজে,
তুমি বঞ্চিত হইয়া নিজে রহিয়া চিরকালো।
অপরকে দর্শিতে পথ
দীপ্ত মশাল জ্বালো
তুমি দীপ্ত মশাল জ্বালো।
পরাণের গহীনে আমি স্মরি তোমায়,
যে তুমি করিয়াছো জগত আলো।
তোমাকে,
আমি তোমাকেই বাসিয়াছি ভালো।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:০৬