কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি। সাধারনত উগ্র গন্ধের জন্যে বাড়িতে কাঁঠাল আনা হয়না। তাছারা কাঁঠাল নিয়ে বাসে, ট্রামে বা মেট্রতে ওঠার বারণ আছে ভারতে! তাই বলে যে, নিশ্চিন্ত মনে রাস্তাতে কাঁঠাল হাতে হাটবেন, তাতেও নিস্তার নেই। কারন গোরু, ষাড়ের প্রিয় খাবার কাঁঠাল এবং কাঠালের ভুঁতি, সেই গন্ধ যদি একবার তাদের নাকে গিয়ে পৌছায় তাহলে ভগবান ভর্ষা। গোঁদের উপর বিষফোঁড়ার মতো, যদি কাঁঠাল দুচারটে কাঁঠাল পাতা লেগে থাকে তাহলে তো হয়েই গেল। ছাগল জাতীয় প্রাণীর দল, দল বেধে তাড়া করবে আপনাকে। সবেতেই বিপদ! তাই আমাদের দেশে দুটি বিশেষ দিনে কাঁঠাল খাওয়া হয়!! একটা হলো ১৫ আগষ্ট এবং আরেকটা হলো ২৬ শে জানুয়ারী। তবে হ্যা, এই দিন গুলি ছারা কারো যদি কাঁঠাল প্রীতি উথলে ওঠে তাহলে, সে সম্পূর্ন নিজ দায়িত্বে!!!
আমাদের কাঁঠাল খাবার এই নীতিকে আমি খুব রেস্পেক্ট করি। কারন, এতে এক অদ্ভুত অনুভুতির সঞ্চার হয়, ওই বিশেষ দিন গুলিতে। আমরা অষ্টেপিষ্টে আনুভব করি আমাদের কাঁঠাল খেকো মানুষদের কথা। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে কাঁঠালের প্রতি ভালোবাসা রয়েছে, বিরক্তি কারো মুখে দেখবেন না। এই সব সম্ভব হয়েছে একটি মাত্র কারনে, আমরা সারা বছর কাঁঠাল কাঁঠাল করে চেচাই না। এর ফলে মানুষের মনে কাঁঠালে প্রতি বিতৃষ্ণা জন্মাতে পারেনি। কারন, আমরা কাঁঠালের গন্ধ হৃদয় দিয়ে আনুভব করি। আমরা, ঢাক পিটিয়ে নেকামো করি না। আমরা এগিয়ে যতে চাই। এই কাঁঠাল প্রীতির মোহে পরে, নিজেদের পিছিয়ে দিতে চাই না। কোন জিনিষ বেশি চটকালে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায়, কাঁঠালের ক্ষেত্রেও তা কিন্তু ব্যাতিক্রম নয়।

আলোচিত ব্লগ
৩০ লক্ষ মানুষকে অতিদারিদ্র হওয়া থেকে রক্ষা করতে যা করা প্রয়োজন
বিশ্বব্যাংক আশংকা করছে এই বছরে বাংলাদেশে আরো ৩০ লক্ষ মানুষ অতিদরিদ্র হবে।
বাংলাদেশে আগামী ছয় মাসের মধ্যে ৩০ লাখ মানুষকে অতিদরিদ্র হওয়া থেকে রক্ষা করতে হলে দ্রুত, কার্যকর... ...বাকিটুকু পড়ুন
Attack on Titan দেখার অনুভূতি
স্পয়লার ফ্রি লেখা। পড়তে পারেন।
Attack on Titan এনিমে সিরিজটা দেখে শেষ করেছি মাসদেড়েক আগে। এইটা যখন শেষ করেছি তখন মাথার মধ্যে এমন অবস্থা ছিলো যে এইটা নিয়ে লেখার মত অবস্থায়... ...বাকিটুকু পড়ুন
হাদিসের মান নির্ধারণের প্রচলিত পদ্ধতি সঠিক নয়
সূরাঃ ২ বাকারা, ২৮৬ নং আয়াতের অনুবাদ-
২৮৬। আল্লাহ কারো উপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তার।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ, তারুণ্য ও জুলাই- কোনোটারই প্রতিনিধিত্ব করে না এনসিপি
১। জুলাই-আগস্টের সেই তারুণ্য বনাম বর্তমানের কথিত তরুণদের দল
কী একটা দারুণ সময়ই না ছিল ২০২৪-এর সেই জুলাই-আগস্ট!
যে তারুণ্য নিয়ে আমরা দেশবাসী ছিলাম হতাশ, যে তারুণ্য নিয়ে কথা বললে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। দেশে স্টারলিংকের ইন্টারনেটের সর্বনিম্ন মাসিক খরচ ৪২০০ টাকা
অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও একই... ...বাকিটুকু পড়ুন