নারী দিবসে, নারী দের জন্যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূজা পর্যায়ের গানটি উৎসর্গ করলাম। তাছারা, সকল নারী, পুরুষ এবং উভয়লিঙ্গ মানুষদের আমার তরফ থেকে নারী দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি এবং প্রাণ ঢালা শুভেচ্ছা!!!!!
তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে॥
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে॥
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়্মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে॥
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৮ রাত ১১:২৯