আমি যত দিন এই ব্লগে এসেছি ততদিন আমি কিছু ব্লগারএর এক আদ্ভুত আচরন দেখে অবাক হয়েছি। তাদের উদ্দেশ্য হোল এই ব্লগে মাইনাস দেওয়া। আর ইংলিশ পোষ্ট দেখলে তো কথাই নেই। তারা গ্রুপ বানিয়ে একযোগে মাইনাস দিয়ে যান। তাতে মাইনাস দেবার যে যুক্তি দেন তা খুবই হাস্য কর। তারা বলে "আংড়েজী বুঝি না, বাঙ্গালায় বলেন। বাংলা ব্লগে আংড়েজী তে মাইনাচ। আংড়েজী বিদেশী ভাসা। আংড়েজী বললে বাংলা আপমান হয়।"। তাছারা আশ্রাব্য ভাষা তে গালাগাল তো আছেই। মা বাবা তুলে গালাগাল, ভাই বোন তুলে গালাগাল, পষুকূলের সাথে তুলনা। এমন কি বেজন্মা বলতেও ছারেনা। আমি এই সব ব্লগার দেন নাম বলতে পারি। কিন্তু নাম বলে নীতিমালা ভাংতে চাই না।
আমার প্রশ্ন হোল ---
আপনারা (সেই সব ব্লগার) বলেন - "আংড়েজী বুঝি না, বাঙ্গালায় বলেন।" আপনি ইংলিশ বোঝেন না তো আমি কি করবো? আপ্নাত ইংলিশ না জানার আক্ষমতা কে কেন এংলিশে পোষ্ট লেখা ব্লগারের ঘাড়ে চাপান মাইনাস দিয়ে? আমিও তো ভালোবাংলা জানি না। আমি ৮ মাসে বাংলা সিখেছি। আপ্নারাও ৮ মাসে না হয়, ২ বছরে ইংলিশ সিখবেন। এতে মাইনাস দেবার কি আছে????????
আপনারা (সেই সব ব্লগার) বলেন - "বাংলা ব্লগে আংড়েজী তে মাইনাচ। " কে বলেছে এটা বাংলা ব্লগ??????? কতৃপক্ষ কি বলেছে এটা বাংলা ব্লগ??????? কোথাও কি লেখা আছে এটা বাংলা ব্লগ?????? তাহলে এই আজুহাতে মাইনাস কেন????????
আমার মনেহয়, আপনাদের বাবা মা সঠিক শিক্ষা দিয়ে ব্যার্থ হয়েছেন। আপনাদের আরো লেখা পরা করা প্রয়োজন। নিজের মন মানুষিকতা উন্নত করুন। মানুষকে ভালবাসতে সিখুব। অপর কে ভালোবাসলে, নিজেও ভালোবাসা পাবেন। ভালোবাসার মতো শক্তিশালি আর কিছুই হয় না।
ঈশ্বর আপনাদের মঙ্গল করুন!!!!!!!