ইথিওপিয়ায় খুলেছে অশান্তির দুয়ার,
চলছে অনাকাংখিত যুদ্ধের জোয়ার,
"টিগ্রে" হয়েছে এক মৃত্যুর খোয়াড়,
সময় কি এসেছে এবি আহমেদের মাথা নোয়াবার?
এবেলায় শান্তির কপালে রক্ত তিলক করছে ঝংকার,
শান্তি পুরষ্কারের ললাটে জুটেছে, বিরল তিরস্কার।
ইথিওপিয়া, আধুনিক মানুষের সূচনা পাহাড়,
আকসাম সভ্যতার আধার,
দিনকিনেশ (লুসি) জীবাশ্মের ভাণ্ডার,
এরটা এলে আগ্নেয়গিরির খামার,
ডানাকিল পাদভূমিতে চলে পরিবর্তন লাভার,
শান্তির অবসানে, পুরষ্কারের ললাটে জুটেছে, বিরল তিরস্কার।।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৪