অভয় নগরীতে, জেগেছে এক পাল ভয়
সেখানে দিবালোকে হত্যা আজ হয়েছে মৃত্যুঞ্জয়;
উত্তম (উত্তম সরকার) নিমজ্জিত রাক্ষুসে জলে
হরিষে (হরিশপুর) বিষাদ এসে গেছে এই পলে;
আত্না হারিয়েছে দেহের মৈত্রী
অকালে কাঁদছে ঐ বকুল শ্রাবন্তি (শ্রাবন্তী সরকার);
এবেলায়, বাঁকা চাঁদ (অর্ধেন্দু) দণ্ডায়মান অশান্ত (অশান্ত সরকার) পিঞ্জরে
মিলন (মিলন কান্তি মণ্ডল) নিয়েছে অশ্ব আস্তাবলে;
শুঁড়ীর ডাঙ্গায় আগুণের শিখায় জলে শরীর অঙ্গারে
হত্যা নয়, মানুষ আজ সত্যাগ্রহ কামে সংসারে।।
(অভয় নগর গ্রামে, হরিশপুর স্কুলের সামনে অশান্ত সরকারের সন্তান
উত্তম সরকারকে হত্যা করা হয়। তার স্ত্রী শ্রাবন্তী সরকারের মামলায়,পুলিশ কর্মকর্তা মিলন কান্তি মণ্ডল, অর্ধেন্দু মল্লিককে হাজতে নিয়েছেন।শুঁড়ীর ডাঙ্গা শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৫৯