আয়নায় অভ্যাগত প্রাণ, নিশীথ আঁচড়,
স্বাগত নূতন আচার, বহে বিশ্ব চরাচর
ভাবনায় জাগিছে মন, দিগন্তে ধূসর,
থমকে দাঁড়িয়ে ভাবছি, কোথায় সুধাকর
দেশে দেশে অধুনা এসেছে, আধুনিক ঈশ্বর,
পরিবর্তিত বিবেক এক নর দাসী স্বভাবী কিংকর
ক্লান্তিতে নীরবে কাঁদছে বিচার, নিভৃতে নিঃস্বর,
বিচিত্র ন্যায়-নীতির চরিত্র পীতাম্বর,
নবরূপে উদিত ভালে, সত্য-মিথ্যার সূত্রধর।
সহসা অভিনব জগত হয়েছে ভাস্বর,
বদলে গেছে আচার-বিচার,
বদলে গেছে সততার সমাচার,
অর্থ-বিত্ত-ক্ষমতা হয়েছে নূতন ঈশ্বর
আকাশে বিমর্ষ রাগে নিয়ত জাগছে প্রভাকর
বোধোদয় চাই, এ জীবন অনন্ত নয়, মৃন্ময়, নশ্বর।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩২