ঈদের কবিতা লিখতে গিয়ে, কলম গেল ভেঙ্গে
দোয়াত কালি কোথায় গেল খুঁজতে লাগি, রুদ্র মাতম রঙ্গে
দুষ্টু মেয়ে আসল তখন মায়ায় ভরা অঙ্গে
হাসতে হাসতে, কাশতে কাশতে, নাচল অচীন ঢঙ্গে।।
বলল মেয়ে, ওগো কবি রাখো কালি, দেখো রবি
আকাশ জুড়ে ছড়ায় আলো, নিত্য নতুন ছন্দে
মনের কোণে বাঁধো ছবি, সাজো কবি উত্তরণের গন্ধে
লাগাও মনে উষ্ণ মাতম, হাজার রঙের সন্ধ্যে
খুশীর জোয়ার ছড়িয়ে পড়ুক সকল মনের রন্ধ্রে।।
আমি বলি ওগো মেয়ে, তুমিই বলো কেমন করে বাঁধবো ছবি
সাজবো আমি উত্তরণে, উষ্ণ মাতম হাজার রঙের ছন্দে
দেখছেনা মন, দিনে দিনে জড়িয়ে পড়ছি নূতন নূতন মন্দে?
ঝড় উঠেছে দুলছে নুড়ি, মাতৃমতি, জন্মভূমি বাংলাদেশের অন্ত্রে
রক্ত মাতাল সূর্য্য তরুণ কেমন করে আছড়ে পড়ে, রক্ত লোলুপ দ্বন্দ্বে?
কাঁপছে ধরা লাগছে জরা পড়ছে মারা, ঝরছে জীবন অতল ধরার অংকে
প্যারিস কিংবা ব্রাসেলস বলো; বাগদাদ কিংবা মদিনারই পংকে
ওগো মেয়ে দেখো চেয়ে আকাশ জুড়ে ছড়িয়ে কেমন রক্তিমাভা অক্ষে
পৃথ্বী জুড়ে বইছে পবন ললাট জুড়ে রক্তমাতন মাতৃভূমির বক্ষে
ভাবছি বসে গেছে সবি, এবার বুঝি নাই আর কোন রক্ষে।।
রেগেমেগে বলল মেয়ে, ধরার জীবন এমনি ধরন, আলোয় মাখা ভোরের সকাল লালো,
অগ্নিসম দুপুর তখনো ভালো, শান্ত সমীর বিকাল, ধূলায় মাখা শ্রান্ত পথিক ডালো
সেই তিমিরে, গভীর দুখে, কান্না বুকে, অন্ধকারে নিলো,
নেই তো ভালে উজ্জ্বলতার আলো
রাত্রি নামে, নদীর বুকে, দুঃখ ভালে সুপ্ত গভীর অন্ধকারের কালো।।
বললো মেয়ে, আসবে আলো,
রাংবে জীবন, সারবে অসুখ, এই আশাতেই ধরার জীবন জালো
তাইত বলি ভুলো এসব দুঃখ মাখা কালো,
আনন্দেতে জড়াও জীবন দুঃখ বেদন ভুলো
ভাবছ কেন এমনতরো লগ্নে, খানিক তরো থাকো মোদের সংগে।।
আমি বলি ওগো মেয়ে দুঃখে সুখে জড়িয়ে যদি জীবন
মনের কোণে বিঁধছে কেন কন্টকীর্ণ বেদন?
বলল মেয়ে, ভুলো এসব,
এসো সবাই আজ এ দিনে দুঃখ ভুলে আনন্দেতে রঙ্গিন করি পবন
আর ত মোরা চাইনা অসুখ, দুঃখ কিংবা বিষাদ ভরা গগন
আশায় ধারি বিপথগামী বন্ধুদের হোক আলোয় ভরো জীবন
ফিরে এসে সবাই মিলে জগত করি আনন্দেরই লগন।।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫