প্রিয় ব্লগারবৃন্দ,
আপনার সব লেখাই আপনার প্রিয় নিজের সন্তানের মত। সেখান থেকে একটা লেখাকে মনোনীত করতে বলাটা হয়ত শোভন নয়, হয়ত উচিৎও নয়। তবু একটু কষ্ট করে ২০১০ সালে আপনার প্রকাশিত নিজের প্রিয় লেখাটির লিংক মন্তব্যের ঘরে রেখে যান।
পরবর্তিতে যদি আপনার মত পাল্টায় বা আপনি মনে করেন প্রিয় পোস্ট-টিকে বদলে দেবেন তবে জানালে আমি লিংক পরিবর্তন করে দেব।
আপনার মনোনীত পোস্ট মূল পোস্টে লিংক আকারে যুক্ত হবে। এর ফলে অনেক ব্লগার আপনার সৃষ্টির সাথে পরিচিত হবার একটি সুযোগ পাবেন।
আপনাদের সহযোগিতার অপেক্ষায়-
ধন্যবাদ।
****************************************************
মনোনয়নঃ
সৈয়দ ইবনে রহমতঃ নীল রুমাল
দুখী মানবঃ এন্টিবায়োটিক-ডাক্তার-রোগী-আমাদের অন্ধকার ভবিষ্যত
সুমন আহমাদ স্বাধীনঃ আমার আছে এক মুঠো জল !
গিনিপিগঃ পাহাড়ে অস্রবাজ আর চাঁদাবাজদের দৌড়াত্ম শেষ হবে কবে????
সাহাদাতঃ প্রিয় সামিউলের বাবাঃ কে এম আজম।
এরশাদ বাদশাঃ বিনিময়- অনুগল্প
বড় বিলাইঃ আকাশ যখন মেঘলা
হিরম্ময় কারিগরঃ মোহাম্মদপুর বস্তীর রেশমা অথবা আম্বিয়া খাতুনের গল্প
আবদুল্লাহ আল মনসুরঃ দূর তোমাকে ভালোবেসে, দুখি হলেম হেসে হেসে!!
সন্যাসীঃ স্যাটায়ারঃ রূপকথার দেশে কবি ও কৃষক
শ।মসীরঃ শেকলে বাঁধা ময়না
চতুষ্কোণঃ আমার অকথিত ভালোবাসা
পাপতাড়ুয়াঃ পাপগল্প: পেরেক
কাঠের খাঁচাঃ একটাই আমার…
মেটাফরঃ কিছু এলোমেলো লেখা(দ্বিতীয় পর্ব)
মাহমুদহাসানঃ নিঃশব্দ নিনাদ
বোহেমিয়ান কথকতাঃ একটি বিচার কার্য এবং একজন *ফেইসবুক * ডেবড্যুড
শেখ আমিনুল ইসলামঃ গল্পঃ রূপার কাঁকন
জুনঃ ব্রীজ অন দ্য রিভার কাওয়াই
রাষ্ট্রপ্রধানঃ আমার মা
বিড়ালঃ অপেক্ষা..... ( হয়ত ব্যার্থ প্রচেষ্টা , কিন্তু চেষ্টা তো করলাম.... ক্ষমা করবেন আমাকে, এই সাহস দেখাবার জন্য)
বিদ্যাসাগরঃ হৃদস্পন্দনহীন এই শিশির বিন্দু...........
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:১৮