নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক উনার খিলাফ ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক স্যাম বাসিল জানায়, এই চলচ্চিত্রটি নির্মাণ করতে ১০০ জন ইহুদী মোট পাঁচ মিলিয়ন ডলার অর্থ দিয়েছিলো। নাউযুবিল্লাহ! যারফলে দেখা যায়, ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম অর্থনৈতিক মন্দার খোদায়ী গযবে পর্যুদস্ত যালিম ও সন্ত্রাসী ইহুদীরা দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে দুনিয়া থেকে লাঞ্ছিতভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাদের আত্মহত্যার ঘটনা এখন সংবাদ মাধ্যমে নিত্যনৈমিত্তিক বিষয়। খবরে বলা হয়েছে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ইহুদীবাদী ইসরাইলের এক সাবেক সেনা। ইসরাইলের মধ্যাঞ্চলীয় ইয়েহুদ শহরে গত ০২.০৯.৩৩ হিজরী ইয়াওমুল আহাদি (রোববার) এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ৪৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে।
ইসরাইলের রাজধানী তেল আবিবে মোশে সিলম্যান নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার দু’দিন পর নতুন করে এ ঘটনা ঘটলো।
এ ঘটনার বর্ণনা দিয়ে মাহমুদ গাদির নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, অবসরপ্রাপ্ত এ সেনা সদস্য একটি পেট্রোলের বোতল নিয়ে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই ইসরাইলে বিদ্যমান মারাত্মক অর্থনৈতিক মন্দা ও সামাজিক বৈষম্যের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো মোশে সিলম্যান। গায়ে আগুন দেয়ার পর তার দেহের ৯৪ ভাগ অংশ পুড়ে যায় এবং মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সে মারা যায়। সিলম্যানকে আহত অবস্থায় উদ্ধার করার সময় সেখান থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল “ইসরাইল আমার সম্পদ চুরি করেছে এবং লুট করেছে। এতেই আমি অসহায় হয়ে পড়েছি।”