'বেলা' প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিককে কে/কারা উদ্ধার করলো? প্রশাসনের ভূমিকা কি? নাকি তঁাকে ছেড়ে দেয়া হয়েছে এবং তাই তিনি ফিরে এসেছেন। মিডিয়ার সংবাদগুলো বড্ড বিভ্রান্তিকর!
এবি সিদ্দিক সাহেবের প্রেস ব্রিফিং অনুযায়ী কেউ তাঁকে উদ্ধার করেনি! অপহরনকারীরা তাঁকে মিরপুর আনসার ক্যাম্পে ফেলে রেখে যায় এবং তিনি নিজে প্রশাসনের দরজায় হাজির হয়েছেন। এর পরে পুলিশ তাঁকে পেয়ে থানায় নিয়ে গেছে।
তিনি ফিরে আসায় পুরো পরিবার সহ দেশের মানুষ যেমন একদিকে স্বস্তি পেলেন তেমনি একটি শংকাতেও আড়ষ্ঠ হয়ে গেলেন। রিজওয়ানা আপা এবং তার পরিবার কি এখন নিরাপদে জীবন যাপন করতে পারবেন? নিশ্চয়তাটি কোথায়? সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাটুকু কে নিশ্চিত করবে? অপহৃত হওয়া সব মানুষগুলোইতো আর ফিরে আসে না। আবার ওদিকে বেচারা প্রশাসনও কানা, খোঁড়া, বোবা এবং কালা! তাহলে একটি সভ্যদেশে, গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে এভাবে গুম, হত্যা, অপহরণ আর অবিচার পাকা পোক্ত জায়গা করে নেবে!!!
সিদ্দিক সাহেব ফিরে আসাতেই আমাদের যাবতীয় উৎকন্ঠা ফুরিয়ে যায় না, বরং আমাদের দায়িত্বশীলতা বোধ করি আরও বেড়ে যায়। আমরা, দেশের সর্বসাধারণ নিরাপদ জীবন-মৃত্যু'র নিশ্চয়তা চাই। মানবিকতায় বাসযোগ্য বিশ্বস্ততা চাই।