অষ্ট্রেলিয়ায় ভারতীয়রা বাংলাদেশীদের থেকে অনেক এগিয়ে আছে । তারা শুধু ছাত্র ভিসায়-ই নয় , ইমিগ্রেসনেও এদেশে অনেক এগিয়ে আছে । আমার জবের এখানে চারপাশে ভারতীয় দেখি , ট্রেনে উঠলে দেখি, হিন্দিতে কথা শুনি চলাফেরার মাঝে । তখন মনে হয় আমরা তাদের পাশের দেশ হয়েও কেন এত পিছনে ?
তাদের ভীড়ে নিজেকে ছোট মনে হয় । ওদেরও কেমন উন্নাসিক ভাব । গর্বের সাথে একে অপরের সাথে হিন্দিতে কথা বলে । আর আমি অফিসে একটা লোক পাইনা বাংলায় কথা বলতে ।
বিশ্বে আইটিতে এখন ভারতীয়দেরই জয় জয়কার । আমরা কি করছি ? কবে আমরা মায়ের কোল থেকে বের হবো ? দুনিয়া জয় করতে শিখব ? ইংরেজীর দুর্বলতা আমরা কবে কাটাব ? আমাদের মেধা কি তাদের থেকে কম ? না, কিন্তু আমাদের কম হলো দিক নির্দেশনা ও একতা । আমাদের কম হলো দেশ্র প্রেম ও দূরদর্শিতা ।
'Along with China and the UK, India provides a large percentage of the skilled migrants to Australia.
According to David Holly, Australian Consul-General for South India, the Australian government hopes to attract more skilled Indian workers to deal with a shortfall of labour through changes in its skilled immigration scheme.
Shortages in the Australian labour market are experienced in a wide range of sectors, including the IT, engineering, and medical industries.'
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪০