কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডেব্যু হওয়া ক্রিকেটার তানজিম সাকিবের ফেইসবুক স্ট্যাটাস নিয়ে বঙ্গ সেক্যু পাড়ায় হই হই রই রই পরে গেসে। কিন্তু এতো হইচইএর কি আসলেই কোন লজিক্যাল কারন আছে?
দেখেন আপনি বলেন যে কোন ছেলে যদি নিজেকে মেয়ে ভাবে কিংবা মেয়ে নিজেকে ছেলে ভাবে আপনার অবশ্যই তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অকে ফাইন হলাম শ্রদ্ধাশীল
আপনি বলেন যে কেউ যদি পায়ুকামী হয় এতা তার চয়েস তার প্রতি আপনার শ্রদ্ধাশীল হতে হবে। অকে ফাইন হলাম শ্রদ্ধাশীল
আপনি বলেন আপনি সংখ্যাগরিষ্ঠের ধর্মমতের প্রতি কটূক্তি করবো। আমার ভিন্নমত থাকতে পারে। অবশ্যই ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অকে ফাইন হলাম শ্রদ্ধাশীল
আপনি বলেন যে কেউ তার দেহ বিক্রি করে স্বাবলম্বী হবে দেহ ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অকে ফাইন হলাম শ্রদ্ধাশীল
আপনি বলেন আমাড় শরীর আমার সিধান্ত। আমি দেশের প্রচলিত সামাজিকতার বাইরে গিয়ে জাইঙ্গা পরে ঘুরে বেড়াবো। আপনাকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। অকে ফাইন হলাম শ্রদ্ধাশীল
আপনারা বলেন ভিন্নমত থাকবে, ফ্রিডম অফ চয়েস থাকবে, ফ্রিডম অফ স্পিচ থাকবে কিন্তু সেটা আমার মতের বাইরে যাওয়া যাবে না গেলেই সেটা ভিন্নমত না ভিন্নপথ না। আমার বিপক্ষে গেলেই আমি আপনাকে ল্যাংটা করে ছাড়বো। আমি ইসলামের বিপক্ষে বললে ভিন্নমত, ফ্রিডম অফ চয়েস আর ইসলামের পক্ষে বললে জঙ্গী! বাহ সেক্যু পিপ বাহ! জয় হোক আপনাদের ডাবল স্টান্ডার্ডবাজীর।
তানজীম সাকিব দেশের স্বাধীন নাগরিক হিসাবে নিজের মত প্রকাশ করতেই পারে। সেই মত ইসলামের পক্ষে যাওয়াতে আপনাদের শ্রদ্ধার নমুনা দেখে বাহাবা দেওয়ার ভাষা পাচ্ছি না।
বঙ্গ ভন্ড সেক্যু পিপ আবার প্রমান করলো নিজের মতের বাইরে এরা কখনই অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল না।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৯