কয়েক দিন পূর্বে স্যামুতে একটা লেখা পড়েছিলাম । গতসপ্তাহের কথা , জুলাই ২০১১ নিয়ে লেখা । আমার মতো অনেকে লেখাটা পড়ে থাকবেন । লেখকের নাম / তারিখ আমার সংগ্রহে নেই তাই বিস্তারিত বলতে পারছিনা ।
" লেখাটা ছিল জুলাই ২০১১ তে ৫ শুক্রবার, ৫ শনিবার, ৫ রবিবার । বর্ষপণ্জিতে এমন ঘঠে ৮২৩ বছরে একবার । লেখকের লেখায় আরো উল্লেখ ছিল " আপনি যদি এই কথা / সংবাদ আপনার নিকটজন কাউকে বলেন তাহলে আপনার অর্থ প্রাপ্তি হবে । আমার মনে হয় এটা নিছক একটা কুসংস্কার । চীনদেশের কিছু প্রবাদ ও প্রচলিত আছে এ বিষয়ের উপর । "
লেখকের অবগতির জন্য বলছি, বর্ষপণ্জিতে এমন ঘটনা ৮২৩ বছরে একবার নয়, নিকট অতীতে ঘটেছে এবং নিকট ভবিষ্যতে ঘটবে । ঘরে যদি পুরাতন ক্যালেন্ডার থাকে তাহলে ক্যালেন্ডারের পাতা উল্টালেই দেখবেন কিংবা হাতের মোবাইল এ ক্যালেন্ডার অপশন এ একবার পরখ করে দেখুন ২০০৫ জুলাই মাসে ৫ শুক্রবার, ৫ শনিবার, ৫ রবিবার ছিল । ২০১০ আগষ্ট মাসে ৫ রবিবার, ৫ সোমবার, ৫ মঙ্গলবার ছিল । একই বছর অক্টোবরে ৫ শুক্রবার, ৫ শনিবার, ৫ রবিবার ছিল । ২০১৬ সালে জুলাই মাসেও এমনটি হবে ।
তবে লেখকের লেখায় বেশ কিছু মজার তথ্য ছিল । যেমন ১ দিয়ে কিছু তারিখ আমরা পাবো এবছর যা অন্য কোন বছরে পাবো ন।