আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশী কিন্তু মানুষ খুব কম। আমরা কি এই বিশাল জনসংখ্যাই হয়েই থাকবো না মানুষ হবো?
যদি আমারা মানুষ হতে না পারি, তাহলে বাংলাদেশ নামক দেশটির সমস্যা দিন দিন বেড়েই চলবে। এটা আমারা যদি না চাই তাহলে আসুন আমরা সবাই মানুষ হই।
যে দেশে মৌলিক সমস্যা নিয়ে তেমন কোন কথা হয় না। কিন্তু আজে বাজে বা মৌলিক সমস্যার চেয়ে কম গুরত্বপূর্ন বিষয় সমাধানের জন্য সরকার উঠে পরে লাগে এমনকি তারা মনে করে এগুলোই বাংলাদেশের প্রধান সমস্যা।
এই বিশাল জনসংখ্যাকে মানুষ হতে হবে না, যদি নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ সবাই মানুষ হয়। তারা যদি সৎ হয় এবং সততার সাথে কাজ করে তাহলে এই বিশাল জনসংখ্যা মানুষ হতে বাধ্য।
ধরুন, আইন মন্ত্রীর ছেলে সাধারণ ট্রাফিক আইন ভঙ্গ করার ফলে এক বছরের জেল হল এবং আইন মন্ত্রী ছেলের জন্য কোন সুপারিশ করলেন না, যেহেতু তার ছেলে অপরাধী। তাহলে আর কোন মন্ত্রী বা এমপির আত্নীয় স্বজনেরা কোন অপরাধ করতে সাহস পাবে না। কিন্তু সেটা কি সম্ভব?
দেশের সার্বিক উন্নয়নের জন্যও প্রয়োজন মানুষ, জনসংখ্যা নয়।
দেশকে উন্নত করা খুব কঠিন কাজ নয় এর জন্য যারা কাজ করবে তাদের কে মানুষ হতে হবে।
একটি সাধারন কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব?
কি ভাবে?
প্রথমে আমাদের দেশের প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে হবে তার পর সমস্যাগুলোর মধ্যে যেটি বেশী প্রয়োজন সেটিকে অগ্রাধীকার দিতে হবে।
বাজেটে ওই সমস্যা সমাধানের জন্য বেশী অর্থ বরাদ্দ দিয়ে এক বছরের মধ্যে সেই সমস্যা সুন্দর ভাবে সমাধান করতে হবে। অনান্য ক্ষেত্রে স্ববাভিক বরাদ্দ থাকবে এবং সাভাবিক কাজ হবে।
যেমনঃ ধরুন, আগামী বাজেটের প্রধান লক্ষ্য বাংলাদেশের সকল রাস্তা, ব্রিজ, কালভার্ট তৈরী করা এবং প্রয়োজনমত অর্থ বরাদ্দ দিতে হবে। এবং সবাই মিলে এক বছরের মধ্যে বাংলাদেশের সকল রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদির কাজ সম্পন্ন করতে হবে।
এভাবে পর্যায়ক্রমে সকল সমস্যা একে একে টার্গেট নিয়ে কাজ করতে হবে । এক সাথে করলে তা প্রায় অসম্ভব। যেমন, গরীবদের বাসস্থান ও খাদ্যর ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন করা, দুস্থ শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করা ইত্যাদি সকল সমস্যার সমাধান পর্যায়ক্রমে করতে হবে। এভাবে কাজ করলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে আর কোন সমস্যা থাকবে না।
আর এ সব কিছুর আগে দরকার মানুষ, বিশাল জনসংখ্যা নয়। বিশেষ করে যারা নেতৃত্ব দিবে তাদের সবাইকে মানুষ হতে হবে। আমি জনসংখ্যাকে অবহেলা করছি না, জনসংখ্যাকে মানুষ হতে বলছি, এই মানুষ গতানুগতিক মানুষ নয় এই মানুষ হল প্রকৃত মানুষ ।
আমারি এই ধারনাগুলো একটি সাধারণ ধারণা, আমি খুব গভীরে প্রবেশ করিনি।
আমার ধারনাতে কোন ভূল হতে পারে তবে আপনাদের সমালোচনা আশা করছি।
আমার কি কোন দিনই সেই মানুষ হবো না.......................???????