বইঃগুপ্তসংঘ
ধরনঃ থ্রিলার
সিরিজঃমাসুদ রানা
লেখকঃ কাজি আনোয়ার হোসেন
মুল্যঃ১৫৭ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ৪৯১
রেটিং ঃ৯/১০
ইটালি, রেমারিক,কর্ণেল গুগলি, আর বিখ্যাত গোজো আইল্যান্ড এসব নাম শুনলেই মনে ভেসে উঠে মাসুদ রানা সিরিজের অন্যতম বই অগ্নিপুরুষ। কিশোরী লুবনার উপর হওয়া অন্যায় এর প্রতিশোধ নিতে গিয়ে প্রায় ধ্বংস করে দিয়েছিল ইটালির মাফিয়া সাম্রাজ্য।আবার সেই ইটালি।অনাথ টমের অনুরোধ রাখতে গিয়ে উদ্ধার করে আনলো মিষ্টি মেয়ে জেনিকে।জেনিকে উদ্ধার করার সময় মুখোশ খুলে বেরিয়ে এলো শত বছরের পুরনো সংঘ দ্যা ডায়মন্ড রিং।এই সংঘ এত শক্তিশালী এবং খারাপ এদের কাছে মাফিয়া বা কোসানোস্ট্রা হল দুধে ধোয়া তুলসীপাতা। সারা দুনিয়ায় রয়েছে এদের শাখা।বাংলাদেশে তদন্ত করতে গিয়ে খুন হল বিসি আই এর দুজন জুনিয়র এজেন্ট। রেমারিক,গুগলি,ভিনসেণ্ট গগল সহ পুরনো সাথিদের সাথে এইবার যোগ দিল রানার পুরনো মার্সেনারি এবং রানা এজেন্সির কিছু এজেন্ট। হিউম্যান ট্রাফিকিং,ড্রাগস,নরবলি এবং কালোজাদুর মত জঘন্য কাজে জড়িত এই গ্রুপ।রেমারিকের হোটেল কে বেস ক্যাম্প করে মাসুদ রানা প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের।তখনই তথ্য সংগ্রহ করতে গিয়ে খুন হল মাসুদ রানাকে সাহায্য করতে চাওয়া এক মাফিয়া ডন এবং মেজর পাধানি।পাধানির কথা মনে আছে নিশ্চয়? গুগলির সহকারী!। এই বইয়ে বারবার উঠে এসেছে অগ্নিপুরুষ এর কথা।
গুপ্ত সংঘে অনুপ্রবেশ করে মাসুদ রানার অনুচর।ঘুষখোর জেনারেল এর কাছ থেকে জানা গেল এমন এক ভিলায় হবে কালোজাদুর পরবর্তী অধিবেশন যারা অতীতে ইটালি কে এক করেছিল।যুদ্ধক্ষেত্র প্রস্তুত এবার হানা দিবে রানার টিম।
এই বইটি সাইজে অনেক বড়।প্রতি পৃষ্ঠায় উত্তেজনা এবং আবেগের ছড়াছড়ি। এত বড় এবং প্রতি পাতায় পাতায় কাহিনীসংবলিত বইয়ের বিস্তারিত রিভিউ লিখা খুবই কঠিন।বইটি পড়ে দেখতে পারেন থ্রিলার ভক্তরা। হতাশ হবেন না।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:১৯