ক্ষুধার রাজ্যে অনাথ শিশু
- এস.এম. মোস্তাফিজুর রহমান - অপ্রকাশিত৷
পথের ধারে সারে সাের,
বাপ-মা হারা অনাথ শিশু হাত পাতে সব দ্বাের দ্বাের ।
কি অপরাধ করছে তারা এই ধরনীর পরে,
পেটের ক্ষুদায় ছুটে বেড়াই জগৎও সংসারে ।
এমনও কিছু শিশু আছে উপায়ন্তর না পেয়ে সে
বাদ্য হয়ে ছুটছে শেষে ভাতের খোঁজে ভাগাড় পানে,
ক্ষুধার রাজ্যে জুটবে কি তার আহারদ্রব্য এই ললাটে ।
শিয়াল-কুকুর খাচ্ছে যাহা
ঐ শিশুরাও খাচ্ছে তাহা
ক্ষুধার জ্বালায় সে ছুটে যায় সকল তরে
দুমুঠো ভাত দেয়নি খেতে কেউ যে তারে ।
অবশেষে ক্লান্ত হয়ে নিদ্রা গেছে সবে
তাহার জন্য ক্ষুধার রাজ্যে দিন কি পড়ে রবে
দিনের শেষে আঁধার নেমে আবার প্রভাত হবে ।
তারা ক্ষুধার জ্বালা বক্ষে লয়ে ঘুরছে পথে পথে
তবুও কেউ নেই যে দেখার,
এই জগতে আপন বলতে কে আছে তার
ভাগাড় থেকে খাবার খেয়ে প্রতি দিনই মিটাই আহার ।
নিত্য দিনই মিলছে তাহার পথে ধারের দুমুঠো ভাত
আমরা সবাই এক হলে তাই-
মিটবে তাহার ক্ষুধার জ্বালা অন্ন নিয়ে বাড়ালে হাত
ছুটবে না আর ক্ষুধার রাজ্যে যতই সে হোক না অনাথ
দেখবে না আর ঐ শিশুরা অন্ন বিহীন এমন প্রভাত ।
আগামীর ভবিষ্যৎ সকল শিশুর প্রতি রইলো শুভকামনা
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৮