বই:দ্য লাস্ট টেম্পলার
মূল লেখক :রেমন্ড খাওরি
বাংলা অনুবাদক :রবিন জামান খান
প্রকাশক :বাতিঘর প্রকাশনী
প্রকাশনার সময় :ফেব্রুয়ারি ২০১২
প্রচ্ছদ:দিলান
মূল্য:২৪০
রেটিং :৫/৫
কাহিনী সংক্ষেপ :
অ্যাকব,জেরুজালেমের ল্যাটিন
সম্রাজ্য,সাল হল ১২৯১।সালাউদ্দিন আইউবির
বাহিনীর নিকট পরাজিত হল খ্রিষ্টান
ক্রুসেডার।জীবন হাতে নিয়ে পালাচ্ছে
খ্রিষ্টান বাহিনীর অধিকাংশ সৈন্য।মরনপণ
যুদ্ধে লিপ্ত খ্রিষ্টান নাইট মারটিন এবং
অ্যামার্ড ভ্যালারি।মৃত্যু শয্যায় শয়িত
গ্রান্ড মাস্টার উইলিয়াম বেজ্যু।এই দুই
নাইটের হাতে তুলে দিলেন এক বাক্স। এটি
এমন এক অমূল্য সম্পদ যা প্রকাশ পেলে টলে
উঠবে খ্রিস্টান সম্রাজ্য।বাক্স নিয়ে
যাত্রা করলেন ফ্যালকন টেম্পল এর উদ্দেশ্যে।
কিন্ত এদের জাহাজ কে তাড়া করলো
মুসলিম রণতরি।
একবিংশ শতাব্দী। ট্রেজার অফ দা
ভ্যাটিকান অনুষ্ঠানে প্রাচীন নাইটদের
পোশাক পড়া একদল টেররিস্ট হামলা করে।
লুটপাটের ফাকে লুটে নেয় অসংখ্য
ভ্যাটিকান সামগ্রী।
মিউজিয়ামে এসেছিল সুন্দরি টেস।সে লক্ষ
করলো যে একজন টেররিস্ট একটা ডিভাইস খুব
গুরুত্বের সাথে নিল।এত মূল্যবান জিনিস
ছড়ানো ছিটান আর সে এই ডিভাইস টা
নিল।কি এমন ডিভাইস।
তদন্তকারী অফিসার হিসাবে দায়িত্ব
পেল এফ বি আই এর চৌকশ অফিসার রাইলি।
তদন্তের কাজে সাহায্য করার জন্য প্রত্যক্ষ
দর্শি হিসাবে যোগ দিল টেস।ভ্যাটিকান
থেকে পাঠানো হল প্রতিনিধি।
জানা গেল ডিভাইস টি একটি পাজল।এর
সাহায্যে কি খুজে বের করতে চায় শত্রু।
অপর দিকে হাত ধুয়ে বসে নেয় শত্রু পক্ষ।
ইতিহাসের ছোয়া বইটাকে পরিপূর্ণ রূপ
দিয়েছে।কেস সলভ করায় শর্ট ডিভোর্সি
সুন্দরি টেস ভূমিকা ম্লান করতে পারেনি
টেস এবং এজেন্ট রাইলির প্রেমের রসায়ন
কে।সব মিলিয়ে এটি একটি চমৎকার বই।
বইটি প্রকাশিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা
পায়।পরিণত হয় বেস্ট সেলারে।বইটি
পৃথিবীর প্রায় আটত্রিশ টি ভাষায়
অনুবাদিত হয়।প্রকাশিত হয়েছে চল্লিশ টি
দেশে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ রাত ৮:০৬