১) বন্যায় আক্রান্ত হিন্দুদের আশ্রয় দিচ্ছে মসজিদ।
২) পূজার টাকা দিলেন বন্যায় কাজ করা ইসলামী শরিয়তের ফাউন্ডেশনে
এই টাইপের খবর আমার কাছে কোনো পাত্তা পায় না। যারা করেন এসব খবর, কিংবা, বাহ বাহ কি মহৎ কাজ বলে বাহবা দেন; তাদের থেকেও নিজেকে আইসোলেট করে রাখি। মানুষ মানুষকে সাহায্য করবে, করে, আরও করবে এটাকে ধর্মীয় পরিচিয়/আস্তিত্ব টেনে আনার কিছুই নাই। মানুষের কথা বাদ দেন, প্রাণী প্রাণীকে সাহায্য করবে এটা কি স্বাভাবিক নয়!
কখনো আপনি সাপেদের জগতে ঢুকে গেলে, সাপেদের ভাষা বুঝতে পারলে, সাপদের নিউজপেপার 'সাপ সংবাদ' অথবা 'ডেইলি সাপ নিউজে' এমন নিউজ দেখতে পাবেন না যে সেখানে খুব গ্লোরিফাই করে ও রঙিন ছবি সহ লেখা হচ্ছে '' সনাতনী উদার সাপের মাথায় আশ্রয় নিলো ব্যাঙ''। সাপেরা এসব আগলা পিরিত ও মিডিয়া কাভারেজ চায় না। মানুষ চায়!
মিডিয়া কাভারেজ চাওয়া পর্যন্ত হলেও ঠিক ছিলো যে ওকে ফাইন সে প্রচারণা চাচ্ছে। যেটা হয়ে যাচ্ছে সেটা হলো এই যে, এসব নিউজ দেখে মানুষ নিজের অজান্তেই নিজের সাম্প্রদায়িক পরিচয়ে গর্ববোধ করছে। ব্যাপারটা মানুষের জন্য ভালো না।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩২