কে বলবে- এই এক জীবনে কত জনম দেখে নিলাম-
কত বাতাস টেনে নিলাম বুকের মধ্যে;
কত নিশ্বাসই'তো বের করে দিলাম হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে-
ভালোবাসার তীব্রতর তীব্রতা আমায়- এতটা পুড়েছে-
যেমন পুড়ে অক্সিজেন নিজের রক্ত, ধমনীতে।
দ্যাখো আজ -নিজের শুদ্ধ হৃদয় এতটা দিয়েছি বিসর্জন করে যে-
পরিশুদ্ধ হয়ে উঠছে শহরে বাতাস, বাড়ছে আর্দ্রতা, বৃষ্টি;
দ্যাখো কাঁচে বাষ্প আর মাপো জলের সান্দ্রতা।
বৃক্ষের মতন -
মানুষের প্রশ্বাসে যেন পৃথিবীর পরিশুদ্ধি।।
(১৯ ই মে, ২০২৪)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৪ রাত ১:২০