ক্যারিবীয় বাতাস উড়ে আসো - ঝড় ঘূর্ণি হয়ে আসো
শোনো, আহ্বান করছি তোমাকে আমি।
আসো মধ্যরাতের ঘূর্ণিঝড়, টর্নেডো হ্যারিকেন-
গাছ, উপড়ে পড়ো হাজার মেগাওয়াট বৈদ্যুতিক থামের উপর।
বৃষ্টি,
মেঘের বুকে হাতুড়ি পেটা করে এসো-
এমনভাবে এসো যেন, দীর্ঘ চৈত্রের পর আসছো তুমি।
নাচো জল মাহারি, ফেলে বাহারি পা
নাচো পুরুলিয়া ছৌ নাচ।
মাটি কাঁপতে থাকো-
কাঁপতে থাকো, কাঁপতে থাকো;
কাঁপতে থাকো ঠাণ্ডা বৃষ্টি জলে থরথর ভেজা ঠোঁটের মতন-
কাঁপতে থাকো- মাপতে থাকো কম্পন স্পন্দন।
সমুদ্র স্ফীত হও; জলোচ্ছ্বাস তৈরী হও
সুনামি শ' ফুট হও।
অক্টোপাস সঙ্গম করো না,
নীল হাঙর হিংস্র হও, হিংস্রতম হও
কেটে দাও সমুদ্রে ফাইবার অপটিকস; বিচ্ছিন্ন করে দাও যাবতীয় যোগাযোগ!
বন্যা, এসো ভেঙে দাও বাঁধ
প্লাবিত হও রাস্তাঘাটে,
ডুবিয়ে দাও রেল লাইন
নদীবন্দর, দেখাও তিন পতাকা!
এসো জল!
শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!
কপাল থেকে উঠিয়ে দাও তিলক চিহ্ন।
আমি একা থাকব, একা থাকব
নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকব।
ছবিঃ Click This Link