কিছু কবিতা প্রেমী মানুষ
যারা কবিতাকে বাইবেল মানে
কবিকে জানে ঈশ্বর
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না।
মূলত কবি ও ঈশ্বরের একই কাজ
নরকের মানচিত্র যদি পৃথিবী হয়
মিথ্যা আস্ফালনে কবিতা তবে স্বর্গের মন্ত্র।
কিছু কবিতা পবিত্র বাণীর মত
তসবীহ গুনে গুণে যারা করেছে কবিতার তাকবীর
সম্পূর্ণ বিশ্বাসে নিজেকে করেছে সমর্পণ
শব্দের গুঞ্জনে যে স্বত্তা নত মস্তকে করেছে সেজদায়ে তাহিয়্যাহ
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না।
কিছু কবিতা প্রেমী মানুষ
সুবেহ সাদিকের আবছা আলোয়
নিজেকে জড়িয়েছে মখমল জায়নামাজে
স্মরণ করেছে কবিতার কথা
স্বীকার করেছে আনুগত্য;
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না
তাদের পবিত্র কবিতা তুমি কবুল করো।
১১/১১/২০১৮
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১