দেশে ইন্টারনেট সহজলভ্য হওয়ার সাথে সাথে প্রসারিত হচ্ছে ই-কমার্সের বাজার। অনেক তরুণ উদ্যোক্তা নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে গড়ে তুলছেন একের পর এক সৃজনশীল ই-কমার্স সাইট। অন্যদিকে ভোক্তারাও ঝামেলাবিহীন ও সহজ হবার কারণে দিন দিন ঝুঁকে পড়ছেন অনলাইন শপিংয়ের দিকে। কিন্তু বাংলাদেশে পেপালের মত কোন অনলাইন পেমেন্ট মিডিয়াম না থাকার কারণে ক্রয়কৃত জিনিসের মূল্য পরিশোধে কখনো কখনো পড়তে হয় ঝামেলায়। ব্যয়বহুল ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু এখানেও এদেশের উদ্যোক্তারা তাদের সৃজনশীলতা দেখিয়েছেন। এমন অনেক ভাল ভাল অনলাইন শপিং সাইট গড়ে উঠেছে এদেশে যারা পণ্য আপনার দোরগোড়ায় পৌঁছিয়ে দিয়ে তবেই দাম নিবে, একদম হাতে হাতে, কোনরকম ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই! এরকম কয়েকটি সাইটই আজকের এই লেখায় তুলে ধরছি।
১. এখনি ডটকম (akhoni.com )
এখনি ডটকম কে ধরা হয় বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বিটুসি (বিজনেস টু কনজিউমার) ই-কমার্স সাইট। এই সাইটে জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য, বই, গিফটসামগ্রী ইত্যাদি কিনতে পাওয়া যাবে। ফোনে অথবা অনলাইনে – দু’ভাবেই পণ্যের অর্ডার দেওয়া যাবে। পণ্য আপনার বাসায় এসে পৌঁছলে তবেই দাম পরিশোধ করবেন। আমি বেশ কয়েকবার এখান থেকে বিভিন্ন জিনিস কিনেছি, কখনো কোন সমস্যা হয়নি। তবে পণ্য ডেলিভারি চার্জ দিতে হয়, ঢাকার ভেতর হলে ৪৫ টাকা, আর ঢাকার বাইরে ৬০ টাকা।
২. বিডিহাট ডটকম (bdhaat.com )
বিডিহাট ডটকম আরেকটি বড় অনলাইন শপিংয়ের জায়গা। দৈনন্দিন জীবনযাপনের জন্য যত ধরনের পণ্য প্রয়োজন, তার প্রায়ই সবই পাওয়া যায় এখানে। ঢাকার মধ্যে ২৪ ঘণ্টার ভেতরেই পণ্যের ডেলিভারি হয়ে থাকে, সেটাও আবার পরিবহন খরচ ছাড়াই। ঢাকার বাইরের জন্য অবশ্য স্থানভেদে ৫দিন পর্যন্ত সময় নেয় এই অনলাইন শপ।
৩. ফুডপান্ডা ডটকম (foodpanda.com.bd )
ফুডপান্ডা ডটকম ভোজনরসিকদের মধ্যে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি অনলাইন শপিং পোর্টাল। এই অনলাইন শপের বাংলাদেশি শাখা মাত্র কিছুদিন আগে চালু হয়েছে। আমি প্রথম এই সাইটের খবর পাই আমার ফেইসবুক বন্ধুদের পোস্ট দেখে। পরে সাইটটা ঘুরে ভালই লেগেছে, যদিও এখনো কোনকিছু অর্ডার করে উঠার সুযোগ হয়নি। এককথায় ফুডপান্ডা ডটকম এর কাজ হল আপনার এলাকার আশেপাশের ভাল রেস্তোঁরাগুলোর সুস্বাদু খাবারের আইটেমগুলো আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, একেবারে কোন ডেলিভারি চার্জ ছাড়াই! তবে আপনাকে একটা ন্যুন্যতম পরিমাণ খাবার অর্ডার করতে হবে। বর্তমানে ফুডপান্ডার সেবা শুধু ঢাকাতেই পাওয়া যাবে।
৪. রকমারি ডটকম (rokomari.com )
রকমারি ডটকম সংস্কৃতিমনাদের মধ্যে দারুণ জনপ্রিয় একটি অনলাইন শপ। এখান থেকে আপনি বই, গানের অ্যালবাম, ছায়াছবি ও টেলিভিশন অনুষ্ঠানের সিডি/ডিভিডি কিনতে পারবেন। এখানকার রকমারি সম্ভার সুন্দরভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো আছে, যাতে ব্যবহারকারী নিজের পছন্দের জিনিসটি সহজেই খুঁজে নিতে পারে। বাংলাদেশের যে কোন স্থান থেকে অনলাইন/ফোনে অর্ডার দিয়ে ৩০ টাকা পরিবহন চার্জের বিনিময়ে এখান থেকে জিনিস কেনার সুযোগ পান ক্রেতারা।
৫. সুন্দরবনসহানি ডটকম (sundarbanshoney.com )
এবারে একেবারেই ভিন্ন ধরণের একটা ই-কমার্স প্লেইসের কথা বলি। এই সাইটটি একেবারেই নতুন। মূলত তাদের যাত্রা শুরু হয় ফেইসবুকের একটি পেইজের মাধ্যমে। কিন্তু অল্প সময়েই বিরাট সাড়া পাওয়ায় অতি সম্প্রতি তাদের ওয়েবসাইটও চালু হয়েছে। নাম দেখেই বোঝা যায় এই সাইট সুন্দরবনের মধু বিক্রি করে। খাঁটি মধু বিক্রি করার প্রতিশ্রুতি দিয়ে সেটা এখনো পর্যন্ত ধরে রাখতে পারায় অল্প দিনেই এই সাইটের একটা সুনাম তৈরি হয়েছে। সুন্দরবনের বিভিন্ন জাতের মধু এখান থেকে কেজিপ্রতি ৪৫০ টাকা থেকে ৬২০ টাকায় কিনতে পাওয়া যায়। আর ডেলিভারী চার্জ ৪০ টাকা।