পেছনে খানিকটা সরে দাড়ালাম ৷
ছাউনি বেয়ে খানিকটা বৃষ্টির পরশ বুলিয়ে গেল ৷
হিম বরফের ঠাণ্ডা অনুভূতি ৷
‘মাফ করবেন’ ‘একটু সরে দাড়ান’৷
‘এত কাছাকাছি ৷ ঠিক না’ ৷
সে পায়ের আঙুল নিয়ে খেলায়রত ৷
হয়ত নাচের কোন মুদ্রা– খানিকটা বিব্রতকর লাগল ৷
সে বলল, ‘দুঃখিত বেশী কাছে চলে এসেছি’
একটু বেশি ৷
হাতে ধরা লাগেজটি রাখল মাঝ বরাবর ৷
এক ঝলক সুরভী ছড়িয়ে গেল খানিকক্ষণ ৷
শুকনো খানিকটা জায়গায় সরে গেলাম ৷
আমার ক্যানভাস-সু বেয়ে হিম শীতল বাতাস বয়ে গেল ৷
....কিছুই মনে করলাম না ৷
‘ও থাকলে হয়ত কিছু একটা বলত এখন’ ৷
সে আর ফিরে দেখল না ৷
আমার বুকের উপর উড়নাখানি পরশ বুলিয়ে গেল ৷
খুব বেশী লম্বা না আমি ৷
একখানা বাসের প্রবেশ ৷
‘যেতে দিন’ বলল ৷
ধরতে গেলাম তার ব্যাগের খানিকটা ৷
‘অপেক্ষায় আছে ও’ ৷
‘না ধন্যবাদ' ৷
বাসে উঠল ৷
_______আমি রইলাম ৷
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:১০