
ষ্টেশনের ছাউনি ওপর কাক বসে যাত্রীর অপেক্ষারত রেলগাড়ি।

ঢাল বেড়ে আসি এক চিলতে ঝরনা।

ছোট্ট এক নদী তাতে রঙিন ময়ূরপঙ্খী নাও।

শাপলাফুলের মাঝ দিয়ে হাসেঁর বিচরন।

বিশাল কুমিরের পরিবার।

ছোট্ট তাবু সামনে ক্যাম্পফায়ার।

সাজানো এক হাতি সওয়ারী নেবার অপেক্ষায়।

টুনটুন ঘন্টার শব্দ তোলা গাছের ডালে ঝোলানো সুন্দর এক দোলনা।

দু'মুখা এক গুহা, যাতে ঢুকে দেয়ালে মনের সুখে আকাঁআকি করা যায়।

মেঘ পরীদের মেলা।

প্রতিটা গাছের ডালে ডালে নানান জাতের পাখি, কিছুক্ষন পর পর সেই সবের ডাক শোনার যায়।

বিরাট বটগাছ আর আর বটের ঝুরি.....

ইষ্টিশনে ঢুকার মুখে নানান নিয়মাবলী আর সর্তকীকরন বানী।

সর্তকীকরন বানী এখানে দেয়া প্রয়োজন ছিলো, যে পরিমান লোভনীয় আইসক্রীমের পসরা সাজানো। এতোক্ষন ফ্রি ঘুরে বেড়ানোর পয়সা এখানেই উসুলের ব্যবস্হা আছে ...

অল্প জায়গার মধ্যে আয়োজনটা মন্দ না, দেখে আসতে পারেন।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭