৫ই সেপ্টেম্বর ....... ব্লগের বিষাক্ত মানুষ - এর জন্মদিন। ব্লগে ওনার আদুরে নাম বিমা, বিষু।
মানুষটার আশপাশে যে দূর-দূরেও বিষ নাই, আর কি পরিমান মায়ায় ঘেরা ও, তা আর নাই বলি। আমার কাছে "বিমা", ব্লগের ইচ্ছাঘুড়ি, বন্ধুদের যার যার ইচ্ছাপূরনের জন্যে তরতর করে উড়ে বেড়িয়ে নতুন নতুন রুপে হাজির করে, চমকে দেয় মন ভরিয়ে দেয়। মজার ব্যাপার হলো ওর নামের একটা অংশের সমার্থ মনের আকাঙ্খা।
অনেক শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের ।
অনেকদিন আগে এক গানের আড্ডায়(মেসেন্জারে) সবাই যে যেই রিকুয়েশ্ট করছিল বিমা সব গাইছিল একের পর এক, আমি কিছু না বলায় ক্ষেপানো শুরু - "আফা দেখি তব্ধা খাইলেন"। আসলেই তাই, কারন অন্যরা গানের দু'এক লাইন গাইলেও বিমা গাইছিল পুরো গানটা, কেমনে যে সব কথা মনে রাখে!!
বিমা অনেকটা টান আর মায়া যে ছড়ায়, সেটা বোধকরি সবার সাথেই। "আমিই ওর সবচেয়ে আদরের দোস্ত/দুস্তি" - এই বোধটা সবার (যা সাথে কথা বলে) মাঝে আনার অদ্ভুত ক্ষমতা আছে এই ইচ্ছাঘুড়িটার।
যদিও সবার ইচ্ছাপূরনের (বিমার ভাষায় রিকুশট) দোস্তটা কখনো আমার চাওয়া কোন গান দেয় না, জটিল আমি(!!) নাকি আজিব আজিব গান চাই।
অনেক স্বপ্নে ঘেরা ভাবুক ছেলেটা তার মায়ের ইচ্ছাপূরনে ব্যস্ত এখন, আর নিজেরটা পূরনের জন্য উদগ্রীব । সব আশা পূরনের পাশাপাশি আমাদের মায়ার বাধনে জড়িয়ে রাখুক আর অনেক অনেক ভালো থাকুক ইচ্ছাঘুড়ি।
........................শুভ জন্মদিন ....................