লেখক - এরিক মারিয়া রেমার্ক
রূপান্তর - জাহিদ হাসান (সেবা প্রকাশনী)
===
পল বোমার নামক জার্মান যুবক সৈনিকের মুখে প্রথম বিশ্বযুদ্ধের চিত্র পাবো । জার্মান সৈনিকদের মনোভাব তুলে ধরা হয়েছে যদিও তা যুদ্ধের ময়দানের সব সৈনিকের অবস্থাই তুলে ধরতে সক্ষম ।
সৈনিক আর সাধারণ মানূষ কখনোই এক নয় । আমি দূর্বল চিত্তের অধিকারী । কিছু কিছু ঘটনার বিবরণ বুকের গহীনে শার্প করা পেন্সিলের মাথা ভেঙ্গে গেলে কাগজে যেভাবে দাগ বসায় সেভাবে দাগ বসায় । গল্প জেনেও কুঁকড়ে আসে ভিতরটা যুদ্ধের ভয়াবহতায় । দিনে মানুষ মারছে , নিজের বন্ধু মরছে আবার রাতেই খাবার খেয়ে পেট ফুলিয়ে ঢোল করে চুরুট ফুঁকছে , হাসি তামাশা করছে । মাঝে মাঝে মনে হবে এগুলো কিভাবে সম্ভব পরক্ষণেই কথক পরিষ্কার করে বুঝিয়ে দেয় এগুলো করে বলেই তারা বেঁচে আছে , বেঁচে থাকার তাগিদেই অসহ্য অভিনয় ।
ফ্রন্টে থাকলে বাড়ির কথা আর বাড়িতে থাকলে ফ্রন্টের কথা - মনে বার বার আঘাত হানে ।
একজন সৈনিকের মনের অবস্থা খুব ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে গল্পে । তারাও যে মানুষ কিংবা মানুষের মমত্ববোধটুকু তাদের মধ্যেও আছে তাও দেখানো হয়েছে ।
বেঁচে থেকো সৈনিকেরা ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১২