ঘরে বসে না থেকে অনেক দূরে না হলেও কাছে কোথাও একটু বের হয়ে যান...যেখানে দুই হাত ছড়িয়ে সবার আড়ালে নিজের সাথে একটু গল্প করতে পারবেন...সেটা হতে পারে আপনার সবচাইতে প্রিয় রিপড জিন্স টার উপরে লেগে থাকা কালো লিপিস্টিকের গল্প...
অথবা সেই গল্প টা.. শেষ যখন আপনি একা একা খুব হেসেছিলেন...মনে পড়ে?...কিংবা মাঝে মাঝে সন্ধ্যে ৭ টায় ফুলার রোডে বসে যখন আঙুল দিয়ে বাতাসে জীবননান্দ দাশ এর দুই একটা কবিতার লাইন লিখতেন সেই দিনগুলোর গল্প হলেও কিন্তু মন্দ হয় না...তাই না?
প্রত্যেক টা মানুষের জীবন এক একটা মহাকাব্য..তলস্তয় সবসময় বলতেন আমি লিখিনি...কখনো লিখে শেষ করতে পারবোনা...
মানুষের চারিপাশের একপাশে সবসময় একটা ঘোর কাজ করে..যার উপরে কোন যান্ত্রিকতার প্রভাব নেই..সেখানে শুধু আদিমতা কাজ করবে..মানুষ সময় পেলেই সেই ঘোরের ভেতরে হারিয়ে যায়..অনেকটা ব্ল্যাক আউট এর মতো...আর মানুষ এই অনুভূতির দেখা পায় যখন সে নিজেকে কোন কিছুর কাছে সমর্পণ করে..এই সময়টা খুবি ক্রশিয়াল..মানুষ তখন চরম ক্ষমতাবলে ক্ষমতাশালী হয়...সে ইচ্ছে করলে নিজের ভেতরের সব অন্ধকার কে দূর করে আশেপাশের পরিশুদ্ধতার সাথে অবগাহন করতে পারে...তাই বের হয়ে যান..পায়ে ধুলো মাখুন..আড়ালে হারিয়ে নিজেকে খুজে পাওয়ার চেষ্টায় মাতুন..
আমি কখনো বিশ্বাস করিনা..মানুষ কে সব সময় সুখী হতে হবে..দু:খ না থাকলে মানুষ হওয়া যায়?? ২০১৭ তেও দু:খ ছিলো..সেই দু:খ আপনাকে কষ্ট দিয়েছে..তাই বলে অনেক অভিমান?? হতেই পারে..কিন্তু এই দু:খ গুলোকেই শক্তিতে রিসাইক্লিং করুন..আর ২০১৭ এর ৩৬৫ দিন কে ধন্যবাদ দিন আপনাকে আরো শক্তিশালী করার জন্য...
চলুন আশান্বিত হই আরো ৩৬৫ টি গোধূলীর আশায়...খুব ভালো থাকবেন..!!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮