ঘটনা খুবি সাধারন...কালকে প্রজেক্টের ৪০% করে নিয়ে যেতে হবে...জাভা তে কোড লিখছি আর কফির মগে একটু পর পর ঠোট স্পর্শ করছি...হঠাত ঘটনা ডান দিক থেকে বা দিকে মোড় নিলো...সেই সুবাদে কিছু বাংলা কথাঃ
আমরা বাঙ্গালী জাতি...সুশীল এবং ভদ্র...২৬শে মার্চ থেকে শুরু করে সকল দিবস খুব আগ্রহ সহকারে আমরা পালন করি...আসলে এসব দিবস থেকে পাওয়ার কি আছে?...বা কেনো পালিত হচ্ছে বা পালন করে যাচ্ছি? আমরা কি জানি?
আজকে স্মৃতি সৌধে গিয়েছিলাম বসে বসে স্বাধীন মানুষ দের দেখবো বলে...মানুষ কে দেখলাম খুব মনযোগ সহকারে তারা তাদের স্বাধীনতার ব্যবহার করছে। স্বাধীন বাংলাদেশের মানুষ বলে কথা...সেটা কি যেন তেনো বিষয় নাকি?...তারা বাগানের ফুল ছিড়ে প্রেমিকার হাতে গুজে দিচ্ছে...কোন টাকা পয়সা লাগছেনা...ছোট বাচ্চাকে পুকুর পাড়ে নিয়ে যাচ্ছে মূত্র বিসর্জন করাতে...প্রেমিক প্রেমিকার হাত ধরে বাদাম ছিলে খাওয়ার পরে বাদামের খোসা সতর্কতার সহিত যেখানে সেখানে ফেলে দিচ্ছে...কিছু স্বাধীনচেতা মডেল আছেন এরা বাগানের ফুলের উপরে শুয়ে ফটোগ্রাফার কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্ন্যাপ নিতে বলছেন।। থুথু ফেলার ক্ষেত্রে আমরা স্বাধীনতার প্রয়োগ এমন ভাবে করি যে আমরা ভুলেই যাই আমরা কোথায় দাঁড়িয়ে আছি...আরে এত কিছু ভাবার সময় আছে নাকি ...আমি হলাম স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ...
এলাকায় এলাকায় আজ স্বাধীনতার জোয়ার...সন্ধ্যা থেকে স্বাধীনতা দিবস কনসার্ট হচ্ছে সবখানে..."কলেজে পড়ে একটি মাইয়া" "বিট পে বুটী" "কালা চশমা" ...চারদিকে স্বাধীনতার আগুন জ্বলছে...সেই আগুনের উত্তাপে আমাদের মতো জনগন মাথা খুটে মরছি...!
আরে দেশের উন্নয়ন হচ্ছেনা... সকল কিছু সরকারের দোষ...রাস্তাঘাট ময়লা ক্যান? সিটি কর্পোরেশন কি করে? আলু ভাজে? এত ট্রাফিক ক্যান? কয়দিন পর বলবে চায়ে চিনি কম ক্যান? সরকারের দোষ...
আসলে দোষ টা আমাদের এই সো কলড স্বাধীনতার অপব্যবহার...বাংলাদেশ কে স্বাধীনতা দেয়া হয়েছে...তাই আজ বাঙ্গালী খেলে দিচ্ছে.....আসলে কি আমরা আদৌ স্বাধীনতা কে সঠিক উপায়ে ব্যবহার করছি?...নাহ আমরা খেলছি..চরম খেলা..সেই খেলায় স্টেডিয়াম চলে গেলো বলের বাইরে...!
প্লিজ #মানসিকতা_পরিবর্তন_করুন
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫০