তখন ক্লাস সিক্সে আমি...তিন গোয়েন্দার সাথে নিয়মিত আমার ওঠা বসা...
হঠাত একটি বইয়ের সাথে পরিচয়...নাম "অয়োময়"
প্রথমে যেটা হয়...হাই হ্যালো কি অবস্থা...অতপর নিয়মিত আড্ডা পরবর্তীতে প্রনয়...
বইপোকা ছিলাম....কোন মলাটে হুমায়ুন আহমেদ লিখা থাকলেই সেটা টাকা জমিয়ে কেনা হতো...স্যারের বই প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ার কারনে আম্মু বলতো ক্লাস ৮ থেকে পড়া যাবে...তবুও পড়তাম...
এই ব্যক্তি আসলে যাদুকর ছিলেন...স্যারের লিখা মৌলিক উপন্যাস গুলো ছিলো আমার পছন্দের তালিকায়...তার ধারাবাহিক উপন্যাস মূলত আমি পছন্দ করতাম না...এক্সসেপ্ট "মিসির আলী"...
সবচেয়ে ভালো লাগা ছিলো তার লিখায় নিজেকে...নিজের চারিপাশের জগত টাকে দেখতে পারা টা...
অফিস থেকে এসে #মোনা যখন বারান্দায় বসে চা খেতো...অথবা বন্ধুর বাসায় বালতি তে থাকা গরম পানি দিয়ে গোসলের পর ডিমের সালুন দিয়ে ভাত...এসব কে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে পারেন একমাত্র #হুমায়ুন_আহমেদ...
হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখকের তালিকায় সবার উপরে থাকতেন যদি তিনি #হিমু সৃষ্টি না করতেন...আমি জানি হিমু তার সবচাইতে জনপ্রিয় চরিত্র...কিন্তু এটা আমার ব্যাক্তিগত মতামত...হিমু ব্যক্তি হুমায়ুন কে ব্যবসায়ী বানিয়ে দিয়েছিলো...তার হিমু তে আমি আগের সেই চরিত্র গুলোর মতো দৃড়তা খুজে পাইনি...প্রতিবছর নতুন হিমু উপন্যাস বের করার উপর বাজারের চাপ না থাকলে আমরা আরো কিছু "মোনা"র মতো চরিত্র পেতাম..সবচেয়ে কষ্ট হয় তাদের জন্য যারা হুমায়ুন আহমেদ কে পুরোটা না জেনে তার লিখা না পড়ে শুধুমাত্র হিমু কে দিয়ে তাকে চিনে অথবা তার লিখাকে জাজ করে...আমি সবার কথা বলছিনা...অবশ্যই স্যারের বেশিরভাগ পাঠক হিমুর ভক্ত...
কিন্তু আমার কথা তাদের প্রতি যারা #কোথাও_কেউ_নেই...#বৃহন্নলা...#শঙ্খনীল_কারাগার...#মৃন্ময়ী...#জোছনা_ও_জননীর_গল্প...#নন্দীত_নরকে...#কৃষ্ণপক্ষ না পড়ে শুধু হিমু কে দিয়ে হুমায়ুন আহমেদ কে জাজ করেন...হুমায়ুন আহমেদ কে শুধু হিমু কে দিয়ে চেনা যাবেনা...
যাই হোক...আমাদের সাহিত্য জগতে অনেক বড় একটা সম্পদ তার সৃষ্টি সমুহ...আমাদের জেনারেশনের উচিত ট্রেন্ড হিসেবে #হুলদ_পাঞ্জাবী না পড়ে হুমায়ুন আহমেদ কে তার মৌলিক উপন্যাসের মাধ্যমে চেনা...!
শুভ জন্মদিন স্যার...##ভালো_থাকবেন_যেখানেই_আছেন
বিঃদ্রঃ "কোথাও কেউ নেই" আমার কাছে স্যারের সবচেয়ে প্রিয় লিখা...অনেকেই মনে করেন #বাকের_ভাই উপন্যাসের প্রধান চরিত্র...আসলে পুরো উপন্যাস টাই ছিলো "মোনা"র চারপাশের জগত টাকে ঘিরে..."বাকের ভাই" সেখানকার একজন উল্লেখযোগ্য চরিত্র মাত্র..!
"ধন্যবাদ"
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩