ভাবি এক বোতল সায়ানাইডে যদি
সবরকম বিষাদ খোঁজা যেত,
যদি একবেলা পেটপূজো হতো অনায়াসে।
এই ঘর,এই অবেলা
ফি বছর একটা অন্ধকার ধেয়ে আসে।
আচ্ছা,
দোয়েল চত্বরের মাটির গেলাসেও তো
রোদ ঝুলে থাকে,
পাশ দিয়ে রিকশাওয়ালা কেমন সুখী সুখী
ঘন্টা নাড়ে।
ভাবি গুহামানবী হয়ে পড়ি,
রহস্য কেটেকুটে একদিন ডানা ঝাপটাবো
ঠিক ঠিক।
মরা ক্যাকটাস তাতেই প্রাণ ফিরে পাবে।
কোন একদিন এভাবেই হোক সব।
যদি রণপায়ে তুলকালাম কান্ড হয়,
তবে হোক না,
ক্ষতি কি একজীবনে পাক খেলে
এইখানি দৈন্য।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮