তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ !!!!
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ও সূর্যসেন হলের ছাত্রদের মধ্যে গতকাল রাতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময় হয়েছে। ভাংচুর চালানো হয়েছে সূর্যসেন ক্যাফেটেরিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে নির্মানাধীণ ‘বিজয় ৭১’ হলের সামনে হেলালের দোকানে সিগারেট কিনতে আসে সূর্যসেন হলের ফয়সাল (সংস্কৃত, ৩য় বর্ষ) ও রকিবুল হক সৌরভ ওরফে বিজয় (আইন প্রথম বর্ষ)। সিগারেট দিতে দেরি হওয়া ওই দু’জন হেলালকে মারধর করে। দোকানদার হেলাল জানিয়েছে, মারধরের সময় জিয়া হলের ছাত্র ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মানিক বাধা দেন। এ নিয়ে মানিক ও বিজয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজয় ও সঙ্গীরা হলে খবর পাঠালে সূর্যসেন হল থেকে কয়েকশ শিক্ষার্থী এসে জিয়া হলের দিকে এগুতে থাকে। খবর পেয়ে জিয়া হলের ছাত্ররাও সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে এগিয়ে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময় ও জিয়া হলের ছাত্ররা সূর্যসেন ক্যাফেটেরিয়ায় ভাংচুর চালায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী ও ছাত্রলীগ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে দুয়েক জনের শরীরে ইটের আঘাত লেগেছে বলে জানা যায়, তবে আঘাত গুরুতর নয়।
ভারপ্রাপ্ত প্রক্টর সাংবাদিকদের বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই হলের ছাত্রদের মধ্যে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৩