আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা।
আজকের জোসনাটা আরো সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য,ভরে থাকা ভাল লাগা।
মুখরিত হবে দিন গানে গানে,আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার......


তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার......


তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার......


http://www.youtube.com/watch?v=uJUMClvvo14
আমার এই পোষ্ট আজ দুনজনকে উৎসর্গ করবো। আমার অত্যন্ত প্রিয় আপু বলো আর বন্ধু বলো ওরা আমার সব সময় কাছে থাকে সুখে-দুখে। ওরা না হলে মনে হয় আমার ব্লগ বাড়িটা সুন্দরই হতনা। সেই প্রথম থেকে আজ পর্যন্ত ওদের সার্পোট আর ভালোবাসায় আমার আসেপাশে ঘেরা। তাদেরকে মনে হয়না আমার আবার নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে। আজ একজনের জন্মদিন তিনি হলেন সবার প্রিয় নিমাপু



তোমাদের উজ্জ্বল,সুন্দর ভবিষৎ কামনা করি। আলোকিত হয়ে তোমরা আলোকিত কর পৃথিবীটাকে। তোমরা ভালো থেকো। সুখে থেকো সবসময়।
শুভ জন্মদিন শুভ হোক।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৭