স্বপ্ন খুঁজি রোদেলা আকাশে
স্বপ্ন খুঁজি হিমেল বাতাসে
স্বপ্ন খুঁজি আলেয়ার আলোতে
স্বপ্ন খুঁজি রাতের আঁধারে।
স্বপ্ন খুঁজি ফেরিওয়ালার ঘাটে
স্বপ্ন খুঁজি নীলিমার হাটে।
স্বপ্ন খুঁজি পূর্ণিমার রাতে
স্বপ্ন খুঁজি মুঠোভরা হাতে।
স্বপ্ন খুঁজি মেঘেদের ভেলায়
স্বপ্ন খুঁজি তারাদের মেলায়।
স্বপ্ন খুঁজি চন্দ্রিমার ছাদে
স্বপ্ন খুঁজি স্বপ্নের ফাঁদে।
স্বপ্ন খুঁজি চোখের পাতায়
স্বপ্ন খুঁজি বৃষ্টি পরে ছাতায়।