একটা সময় ছিল,
পাখি ডাকা ভোরের অপেক্ষায়
স্নিগ্ধ সকাল।
একটা সময় ছিল,
রোদের ঝিলিকে ঠাসবুনোটের ভিড়ে
মধ্য দুপুর।
একটা সময় ছিল,
মরুমাটি আর নীলাকাশ ছোঁয়ে
ক্লান্ত বিকেল।
একটা সময় ছিল,
অন্ধকারকে জ্যোতিময় করে গাঢ় ক্লান্তি নিয়ে রুপকথার মাঝে
পূর্ণিমার রাত।
প্রকৃতির অপরুপ রুপে গ্রামীণ ছবিগুলো নকশিকাঁথার মাঠ....
গাছগুলো এক পায়ে দাড়িয়ে যেন আমার অপেক্ষা করছে...
এই পথ পেরিয়ে আবার আসিবো ফিরে ধানসিড়িটির তিরে...অবশ্য বিদেশ থেকে কেউ আসেনা এই পথ দিয়ে...
একদিন লন্ডন টাওয়ার ব্রিজের স্মৃতিময় সময়ের কিছু ছবি।
দিনের আলোতে....
হা হা কাকাবাবুকে বন্দি করে ফেলেছি আর কই যাইবা.....
সূর্য ডোবে অন্ধকার নেমে আসছে...
লাইটগুলো কি সুন্দর ঝিলিমিলি করছে। নাকি চারপাশে অন্ধকার নামিয়ে আকাশের মিটিমিটি তারার সাথে প্রেমালাপ চলছে.....
এই পোষ্টটি উৎসর্গ করলাম প্রিয় শোশমিতাপুকে আর ভাইয়া ছাইরাছ হেলাল ভাইয়াকে
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ রাত ৩:৩৪