তারুণ্যের পিছনে ছুটতে ছুটতে তুমি ক্লান্ত.......
আজানের ধ্বনি থেকে শুরু করে
জোছনার আলো, নক্ষত্রের তারা পর্যন্ত...
তুমি এত ব্যস্ত শিকড়ের সন্ধানে!
আজ কোথায় তোমার শিকড় আর কোথায় তুমি?
হে বৃক্ষ.... আজ তোমার অনেক ডাল-পালা জন্ম নিয়েছে
ডালের পাতায় পাতায় ফলের স্পর্শ।
এখনও চেষ্টা করেই যাচ্ছো ছায়ার আসায়
আচ্ছা তুমি কি ক্লান্ত হও না একবারের জন্যও?
তোমার এভাবে ছুটতে কষ্ট হয় না বুঝি?
হে বৃক্ষ... তুমি না বললে কি হবে? অনুভব করতে পারি
শুকনো পাতা ঝরার শব্দ, আঁধারে ঝিঁঝিঁ পোকার ডাক
কষ্টের পায়রাগুলো খোলা আকাশে উড়াউড়ি করে-
তোমায় ঘিরে।
কেউ দেখেনা, কেউ ছুঁতে পারেনা,
অথবা...
তুমি নিজেই কাউকে ছুঁতে দাওনা।
হে বৃক্ষ... তোমার স্বপ্নীল রাজ্যের আর কতদূর....
কি আশ্চর্য্য বৃক্ষ তুমি..........!!