আল্লাহ তায়ালার নাম ও গুণাবলীর উপর ঈমান আনার ফলে বান্দার মাঝে যেসব প্রভাব ও উপকারিতা পরিলক্ষিত হয়, তার মধ্যে একটি হলো, বান্দা গোপনে গুনাহ করা থেকেও বিরত থাকে, কারন বান্দা যখন জানবে- আল্লাহর নামসমূহের একটি হলো- আল-আলীম, ইহার অর্থ হলঃ তিনি সর্বজ্ঞ, মহাজ্ঞাণী, পরিবেষ্টনকারী। তিনি এমন সত্তা যার জ্ঞান পরিবেষ্টন করে নিয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ, সম্ভব, অসম্ভব এবং ঊর্ধজগত ও নিন্মজগতকে, অতীত বর্তমান ও ভবিষ্যতকে- তখন সে গোপনেও গুনাহ করতে পারে না, সব সময় মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। এপ্রসঙ্গে একটি ঘটনা বলা যেতে পারে, এক রাজা একদিন একটি প্রতিযোগিতার আয়োজন করলেন, তিনি বললেন, এই কাজটি যদি তোমাদের মধ্যে কেউ এমন জায়গায় করতে পারে, যেখানে কেউ তাকে দেখবে না, তাহলে তাকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে, সবাই করে এসে বলল, আমি করছি.. আমি করছি, রাজা বললেনঃ তোমাকে কি আল্লাহ দেখেন নি?। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। (সূরা: ইয়াসিন, আয়াত:৬৫) তিনি আরও বলেনঃ তারপর যাকে তার বই তার ডান হাতে দেয়া হবে সে তখন বলবে- ''নাও, আমার এই বই পড়ে দেখো! (সূরা: আল-হাককাহ, আয়াত:১৯) সুতরাং গোপনে গুনাহ করা থেকে সতর্ক থাকুন। আল্লাহ তায়ালা স্বয়ং এর সাক্ষী থেকে যান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৫৮