আল্লাহর সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণসমূহ বা আসমাউল হুসনার জ্ঞানার্জন করা মহোত্তম ও শ্রেষ্ঠতম জ্ঞানের অংশ। আল্লাহর প্রত্যেক নামের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তাঁর নামসমূহে প্রশংসা ও পূর্ণতার গুণ রয়েছে। প্রত্যেক সিফাতের নিজস্ব দাবীও রয়েছে। সৃষ্টি জগতে আল্লাহর নামসমূহের বড় প্রভাব রয়েছে।
আল-ওয়ারিস' আল্লাহর নামসমূহের একটি, ইহার অর্থ হলঃ উত্তরাধিকারী। আল্লাহ তায়ালা সৃষ্টিকুল ধ্বংসের পরও নিজের পূর্ণাঙ্গ রাজত্ব নিয়ে বিদ্যমান থাকবেন, সকল রাজত্ব তার রাজত্বের দিকেই প্রত্যাবর্তন করবে।
তিনি উত্তরাধিকারী..তিনি বান্দাকে তার পথে ব্যয় করতে উৎসাহিত করেন। কেননা সম্পদ হলো সাময়ীক-ধারকরা বস্তুর ন্যয়, জীবনও অস্থায়ী। চূড়ান্ত মালিকানার অধিকারী আল্লাহর দিকেই সবকিছুকে প্রত্যাবর্তন করতে হবে।
তিনি উত্তরাধিকারী..তিনি বান্দাদেরকে তার অকৃতজ্ঞতার ব্যাপারে সতর্ক করেন। মূলত নেয়ামতের উৎস তিনিই। আর পরিণতিতে তাঁর দিকেই ফিরতে হবে।
তিনি উত্তরাধিকারী..জমীন ও জমীনের উপরের সবকিছুর তিনি উত্তরাধিকারী হবেন। বিদ্যমান সবকিছুই যথাসময়ে ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং তিনিই চূড়ান্ত ও প্রকৃত মালিকানার অধিকারী।{ অবশেষে আমিই মালিক রয়েছি।} (-সূরা: আল-ক্বসাস, আয়াত: ৫৮।)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬