সাড়ে ১১ বছরের আইডি হারিয়ে গেছে। গত ৪ ঘন্টার অশেষ খোঁজাখুঁজির পরেও মেইল বা পাসওয়ার্ড কিছুই মনে পড়েনি, খোঁজেও পাইনি।
এই আইডিও ৫ বছরের পুরোনো, কিন্তু কখনো কিছু লিখা হয়নি।
সবাই দেখলাম মুক্তির আনন্দে কিছু না কিছু লিখছে। তাই এই হারানো আর প্রাপ্তির বন্ধন।
অথচ নির্দিষ্ট কোন দুঃখ নেই
উল্লেখযোগ্য কোন স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটা পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
#শুভ_মুক্তির_শুভেচ্ছা