এর কি কোন মানে হয়?
ঈশান আরেফিন
(কবিতাটি প্রিয় হুমায়ূন স্যারকে উৎসর্গকৃত)
এখনও মধ্যরাতে,
ঢাকার প্রাণহীন রাজপথ,
ভিজিয়ে দেয় রুপলি চাঁদের আলো।
এখনও নীপবনে,
উথাল পাথাল জোছনা হয়।
আমরা হেঁটে বেড়াই, গান করি।
রবীন্দ্র ছন্দে বুঁদ হয়ে থাকি।
কিন্তু এর মাঝে তুমি নেই।
এর কি কোন মানে হয়?
এখনও বরষায়,
ঝুম বৃষ্টি নেশা ধরায়।
এখনও শ্রাবণ ধারা,
প্রাণে আনন্দের জোয়ার আনে।
আমরা সে ধারায় ভিজি,
স্নান করি মনের উচ্ছ্বাসে।
কিন্তু এর মাঝে তুমি নেই।
এর কি কোন মানে হয়?
এখনও বহতা নদীর পাড়,
লিলুয়া হাওয়ায় হৃদয় শীতল করে।
এখনও বিস্তীর্ণ সবুজ,
মাতাল জীবনে প্রশান্তি আনে।
আমরা প্রিয়ার চোখে চোখ রাখি,
প্রগার ভালোবাসার পরশ পাই।
কিন্তু এর মাঝে তুমি নেই।
এর কি কোন মানে হয়?