মেয়ে, আমার ওপর ক্রাশ খেলে মানা করবো না
কিন্তু যেচে গিয়ে আমি তোমার, প্রেমে পড়বো না
নিবিড় হয়ে ফার্স্টফুডে বসে ফ্রায়েড চিকেন খাবো
বিলটা না হয় আমিই দিবো, বিনিময়ে কি পাবো?
আমার শার্টের বোতাম ছিঁড়লে টেনশন নিও না
কার সঙ্গে ছিলাম, জানতে চেয়ে পেইন দিও না
আমার ফোনে কল দিয়ে ব্যালেন্স চাওয়া বারন
ফোনটি রাতে বিজি পেলে খুঁজো না তার কারণ
বুকে ধরে রাখবো যে তোমায়, রাখবো ফেসবুকে
ফ্রেন্ড রিকোয়েস্ট দিবো না তোমার মেয়ে বন্ধুকে
আমার কোন মেয়েবন্ধুকে আমি হাইড করবো না
ছেলেবন্ধু থাকলেও তোমার মাইন্ড করবো না
দেখা হলেই হাগ করবো, ভাঙ্গবো তোমার লাজ
নিপুণ হাতে খুলবো তোমার যৌবন রেখার ভাঁজ
নিজেকে তুমি মেলে দিলে, আমিও দিব আরো
না পোষালে ব্রেকাপ নিয়ে কেটে পড়তে পারো
এইসব শর্তে রাজী হলেই করতে পারি প্রেম
নইলে মেয়ে রাস্তা মাপো, নেই কোন প্রবলেম//

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪২