এই ব্লগে একাউন্ট খুলেছি অনেক আগে। এতোদিন শুধু পড়তাম। ইদানিং কোন কোন পোস্টে কমেন্ট করি। সময় কাটানোই মূলতঃ উদ্দেশ্য । ব্লগে বিরক্তিকর কিছু ব্যাপারে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
যে ব্যাপারটা সবচে বেশি বিরক্তিকর তা হলো কতিপয় কপি পেস্ট ব্লগার, যারা বিভিন্ন উৎস থেকে কন্টেন্ট কপি করে ব্লগে পোস্ট করে। একেকজনের লাগাতার পোস্ট প্রথম পাতা জুড়ে থাকে। অনেক ভালো লেখা হারিয়ে যায়।এই রকম ব্লগারদের নিয়ন্ত্রনে কতৃপক্ষ কোন ব্যবস্থা নিবেন কি??
আরেকটি বিরক্তিকর বিষয় হলো অশ্লীল গালিগালাজ। আমি বিশ্বাস করি যারা ব্লগ লিখেন বা পড়েন তারা শিক্ষিত। কোন শিক্ষা প্রতিষ্টান ই গালি গালাজ শিক্ষা দেয় না। তবে কি তারা তাদের পারিবারিক পরিমন্ডলে গালি শিখে এসেছেন?? গালি গালাজ ও অশ্লীল শব্দ ফিল্টার করার বিষয়টি বিবেচনা করবেন কি??
বেদনাদায়ক আরেকটি ব্যাপার, অনেকেই ফান করার ছলে বাংলা ভাষাকে বিকৃত করে যাচ্ছেন। এই ব্যাপারে নজর দিবেন কি??
( আরো কি কি যেন লিখবো ভাবছিলাম, ভুলে গেলাম

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৮